স্টাফ রিপোর্টার॥ জঙ্গীবাদে এনজিও’র অর্থায়ন রোধের উপর গুরুত্বারোপ করে রংপুরে ‘অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা হয়েছে। শনিবার সকালে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে কেয়ারের স্বাস্খ্য-পুষ্টি প্রোগ্রামের পরিচালক ড. ইখতিয়ার উদ্দিন খন্দকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনজিও বিষয়ক ব্যুরো পরিচালক আনোয়ার হোসেন, কাতার চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর ড. আমিন হাফিজ ওমর ও ইএসডিও’র কর্মকর্তা জিল্লুর রহমান।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন কোনো একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা নয় বরং এটি একটি আন্তর্জাতিক সমস্যা। স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশসমুহের কৌশলগত বা সিস্টেমগত দূর্বলতা থাকায় অনেক সময় এনজিও সেক্টর কর্তৃক প্রাপ্ত বিদেশি অনুদানের অর্থ ভিন্ন খাতে ব্যয়িত হওয়ার সম্ভাবনা থাকে, যা এ সেক্টরকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকিতে ফেলে দেয়।
তিনি আরো বলেন, দেশের অভ্যন্তরে এবং বিদেশে লুকিয়ে থাকা সন্ত্রাসী গোষ্ঠী অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে অর্থের প্রলোভনে খুব সহজেই সন্ত্রাসী কর্মকান্ডে উদ্বুদ্ধ করে থাকে। তাই যেসব এনজিও প্রতিষ্ঠান প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের নিয়ে কাজ করেন তাদের এ বিষয়ে সতর্ক থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ অঞ্চলে কর্মরত এনজিওসমূহের কর্মীবাহিনী ও প্রতিষ্ঠানের অবকাঠামোকে কোনো অপশক্তি যাতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের উদ্দেশ্যে ব্যবহার না করতে পারে সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান।
ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের আয়োজনে কেয়ার বাংলাদেশ ও ইএসডিও’র সহযোগিতায় এ কর্মশালায় রংপুরের এনজিও কর্মকর্তারা অংশ নেন।