10:59 pm, Saturday, 23 November 2024

রংপুরে সড়কের ওপর বাজার বসায় দুর্ভোগ বেড়েছে

  • Reporter Name
  • Update Time : 04:54:35 pm, Saturday, 23 November 2024
  • 0 Time View

স্টাফ রিপোর্টার॥ রংপুরে সড়কের ওপর বাজার বসায়  সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। নগরীর সুপার মার্কেটের উত্তর-পূর্ব পাশে এবং শাপলা চত্বর এলাকায় প্রতিদিন সন্ধ্যার আগে সবজির দোকান বসে। অনেক ব্যবসায়ি সড়ক দখল করে বসার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। জানা যায়, নগরীর  ভাঙ্গা মসজিদ থেকে পায়রা চত্বর যাওয়ার আগ পর্যন্ত সন্ধ্যার আগে সবজির দোকান বসা শুরু হয়। সন্ধ্যার পর দোকানের সংখ্যা বেড়ে যায়। এখানে কেউ ভ্যানে করে সবজি বিক্রি করেণ-আবার কেউবা সড়কের ওপরেই বসে বিক্রির কার্যক্রম চালান। তারা সড়ক দখল করে ব্যবসা করার কারনে সড়ক সংকোচিত হয়ে আসে। এসময় ছোট বড় সব ধরনের যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সবজির দোকানের ভিড় সরাতে অনেক যানবাহন চালক হরেন দিয়ে চলার চেষ্টা করেন। রাতে যুগের আলোর ফটো সাংবাদিক  এই দুইস্থানের ছবি ক্যামেরা বন্দি করেন। এখানে ছবিতে দেখা যাচ্ছে ব্যবসায়ি সড়কের ওপর পণ্য রেখে ব্যবসা করে যাচ্ছেন। পণ্য কেনার জন্য  ক্রেতার রয়েছে সরব উপস্থিতি। অটো চালকরা জানান, অন্য সড়কের তুলনায় সাধারণত কৈলাশ রঞ্জন স্কুল মোড় থেকে পায়রা চত্বর পর্যন্ত এই সড়কটি অনেকটাই সংকোচিত। বিকেলের পর যখন সবজি ব্যবসায়িসহ অন্যসব ব্যবসায়িরা পণ্যের পসরা নিয়ে বসেন- তখন আরো সংকোচিত হয়ে আসে। যখন ক্রেতার সংখ্যা বেড়ে যায়- তখন বড় যানবাহনতো দূরের কথা- অটো চলাচলেই কষ্টসাধ্য হয়ে পড়ে। এভারে বছরের পর বছর ধরে সড়ক দখল করে ব্যবসা করে যাচ্ছেন তারা, দেখার কি কেউ নেই। তারা আরো জানান, এটি হল নগরীর প্রাণকেন্দ্রের সড়ক। এই সড়ক দখল করে সবজিসহ অন্যসব ব্যবসা চলে কি করে? তা খতিয়ে দেখা দরকার। নগরীর শাপলা চত্তরে পাশেও অনেক ব্যবসায়ি সড়ক দখল করে সবজির ব্যবসাসহ অন্যসব পণ্যের ব্যবসা করে যাচ্ছেন। এখানেও সড়ক দখলের কারনে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার কথা জানিয়েছেন- যানবাহন চালকরা। তারা বলছেন-কর্তৃপক্ষের উচিত এই ব্যবসায়িদের জন্য আলাদা স্থানে ব্যবস্থা করে দেওয়া। কর্তৃপক্ষের নীরব ভূমিকার কারনে সড়কের ওপর ব্যবসার পরিধি দিন যাচ্ছে বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে ভোগান্তিু বাড়ছে। এদিকে রাতের সবজির বাজারের এ দুইস্থানের সবজি নিয়ে  অনেক ক্রেতাই ক্ষোভ জানিয়েছেন। ক্রেতারা বলছেন- এখানকার ব্যবসায়িদের অনেকের সবজিতেই পোকা থাকে। সকালে বাড়িতে দেখা যায় পচাও বের হচ্ছে। তারা বিক্রির সময় ভালো মানের দাবী করে বিক্রি করেন। সড়কের ওপর ব্যবসা করা ব্যক্তিদের দুইজনের সাথে  এ বিষয়ে কথা বললে তারা কোন ধরনের মন্তব্য করতে রাজি হজননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বৈরাচারের সময় ৬০ লাখ নেতাকর্মীর নামে গায়েবি মামলা হয়েছে: তারেক রহমান

রংপুরে সড়কের ওপর বাজার বসায় দুর্ভোগ বেড়েছে

Update Time : 04:54:35 pm, Saturday, 23 November 2024

স্টাফ রিপোর্টার॥ রংপুরে সড়কের ওপর বাজার বসায়  সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। নগরীর সুপার মার্কেটের উত্তর-পূর্ব পাশে এবং শাপলা চত্বর এলাকায় প্রতিদিন সন্ধ্যার আগে সবজির দোকান বসে। অনেক ব্যবসায়ি সড়ক দখল করে বসার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। জানা যায়, নগরীর  ভাঙ্গা মসজিদ থেকে পায়রা চত্বর যাওয়ার আগ পর্যন্ত সন্ধ্যার আগে সবজির দোকান বসা শুরু হয়। সন্ধ্যার পর দোকানের সংখ্যা বেড়ে যায়। এখানে কেউ ভ্যানে করে সবজি বিক্রি করেণ-আবার কেউবা সড়কের ওপরেই বসে বিক্রির কার্যক্রম চালান। তারা সড়ক দখল করে ব্যবসা করার কারনে সড়ক সংকোচিত হয়ে আসে। এসময় ছোট বড় সব ধরনের যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সবজির দোকানের ভিড় সরাতে অনেক যানবাহন চালক হরেন দিয়ে চলার চেষ্টা করেন। রাতে যুগের আলোর ফটো সাংবাদিক  এই দুইস্থানের ছবি ক্যামেরা বন্দি করেন। এখানে ছবিতে দেখা যাচ্ছে ব্যবসায়ি সড়কের ওপর পণ্য রেখে ব্যবসা করে যাচ্ছেন। পণ্য কেনার জন্য  ক্রেতার রয়েছে সরব উপস্থিতি। অটো চালকরা জানান, অন্য সড়কের তুলনায় সাধারণত কৈলাশ রঞ্জন স্কুল মোড় থেকে পায়রা চত্বর পর্যন্ত এই সড়কটি অনেকটাই সংকোচিত। বিকেলের পর যখন সবজি ব্যবসায়িসহ অন্যসব ব্যবসায়িরা পণ্যের পসরা নিয়ে বসেন- তখন আরো সংকোচিত হয়ে আসে। যখন ক্রেতার সংখ্যা বেড়ে যায়- তখন বড় যানবাহনতো দূরের কথা- অটো চলাচলেই কষ্টসাধ্য হয়ে পড়ে। এভারে বছরের পর বছর ধরে সড়ক দখল করে ব্যবসা করে যাচ্ছেন তারা, দেখার কি কেউ নেই। তারা আরো জানান, এটি হল নগরীর প্রাণকেন্দ্রের সড়ক। এই সড়ক দখল করে সবজিসহ অন্যসব ব্যবসা চলে কি করে? তা খতিয়ে দেখা দরকার। নগরীর শাপলা চত্তরে পাশেও অনেক ব্যবসায়ি সড়ক দখল করে সবজির ব্যবসাসহ অন্যসব পণ্যের ব্যবসা করে যাচ্ছেন। এখানেও সড়ক দখলের কারনে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার কথা জানিয়েছেন- যানবাহন চালকরা। তারা বলছেন-কর্তৃপক্ষের উচিত এই ব্যবসায়িদের জন্য আলাদা স্থানে ব্যবস্থা করে দেওয়া। কর্তৃপক্ষের নীরব ভূমিকার কারনে সড়কের ওপর ব্যবসার পরিধি দিন যাচ্ছে বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে ভোগান্তিু বাড়ছে। এদিকে রাতের সবজির বাজারের এ দুইস্থানের সবজি নিয়ে  অনেক ক্রেতাই ক্ষোভ জানিয়েছেন। ক্রেতারা বলছেন- এখানকার ব্যবসায়িদের অনেকের সবজিতেই পোকা থাকে। সকালে বাড়িতে দেখা যায় পচাও বের হচ্ছে। তারা বিক্রির সময় ভালো মানের দাবী করে বিক্রি করেন। সড়কের ওপর ব্যবসা করা ব্যক্তিদের দুইজনের সাথে  এ বিষয়ে কথা বললে তারা কোন ধরনের মন্তব্য করতে রাজি হজননি।