1:24 pm, Thursday, 21 November 2024

প্রতিনিধি পরিষদেও জয় পেলো রিপাবলিকানরা

  • Reporter Name
  • Update Time : 11:37:15 am, Thursday, 14 November 2024
  • 3 Time View

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পর এবার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদেও জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। এতে মার্কিন কংগ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করেছে দলটি। রিপাবলিকানরা গত ৫ নভেম্বরের ভোটে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এ ছাড়া পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জয় পান দলটির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের শুরুতে তিন ক্ষেত্রেই এমন জয় অর্জন করেছিল দলটি। এমন জয়ে ট্রাম্পের জন্য তার অর্থনীতি, অভিবাসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তার এজেন্ডাগুলো বাস্তবায়ন সহজ হবে। ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে একটি দলকে কমপক্ষে ২১৮টি আসনে জয়ী হতে হয়। বার্তা সংস্থা এপি জানায়, গত বুধবার অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ায় জয় পেলে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজনীয় ২১৮ আসন লাভ করে। তবে শেষ পর্যন্ত রিপাবলিকানদের আসন প্রাপ্তি আরও বাড়তে পারে। অন্যদিকে, ১০০ আসনের সিনেটে রিপাবলিকানরা ৫৩টি আসন পেয়ে নিয়ন্ত্রণ লাভ করে। আর ডেমোক্র্যাট ও তাদের ঘনিষ্ঠ স্বতন্ত্ররা মিলে ৪৭টি আসন লাভ করে। ইতোমধ্যে ট্রাম্প তার প্রশাসনের শীর্ষ কিছু পদের জন্য কংগ্রেসের কয়েকজন সদস্যকে মনোনীত করেছেন। এর মধ্যে রয়েছেন ফ্লোরিডার মাইকেল ওয়াল্টজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মনোনীত করা হয়েছে। নিউইয়র্কের এলিস স্টেফানিককে জাতিসংঘে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব প্রদান করা হচ্ছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ১০০ কর্মদিবসে ব্যাপক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্য মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের দেশত্যাগে বাধ্য করা, ২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে হামলাকারী কয়েকজনকে ক্ষমা করা এবং বাইডেন-হ্যারিস প্রশাসনের পরিবেশগত নীতিগুলো পরিবর্তন করা অগ্রাধিকার পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মমতাজ শিরীন ভরসার শোক প্রকাশ

প্রতিনিধি পরিষদেও জয় পেলো রিপাবলিকানরা

Update Time : 11:37:15 am, Thursday, 14 November 2024

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পর এবার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদেও জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। এতে মার্কিন কংগ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করেছে দলটি। রিপাবলিকানরা গত ৫ নভেম্বরের ভোটে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এ ছাড়া পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জয় পান দলটির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের শুরুতে তিন ক্ষেত্রেই এমন জয় অর্জন করেছিল দলটি। এমন জয়ে ট্রাম্পের জন্য তার অর্থনীতি, অভিবাসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তার এজেন্ডাগুলো বাস্তবায়ন সহজ হবে। ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে একটি দলকে কমপক্ষে ২১৮টি আসনে জয়ী হতে হয়। বার্তা সংস্থা এপি জানায়, গত বুধবার অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ায় জয় পেলে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজনীয় ২১৮ আসন লাভ করে। তবে শেষ পর্যন্ত রিপাবলিকানদের আসন প্রাপ্তি আরও বাড়তে পারে। অন্যদিকে, ১০০ আসনের সিনেটে রিপাবলিকানরা ৫৩টি আসন পেয়ে নিয়ন্ত্রণ লাভ করে। আর ডেমোক্র্যাট ও তাদের ঘনিষ্ঠ স্বতন্ত্ররা মিলে ৪৭টি আসন লাভ করে। ইতোমধ্যে ট্রাম্প তার প্রশাসনের শীর্ষ কিছু পদের জন্য কংগ্রেসের কয়েকজন সদস্যকে মনোনীত করেছেন। এর মধ্যে রয়েছেন ফ্লোরিডার মাইকেল ওয়াল্টজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মনোনীত করা হয়েছে। নিউইয়র্কের এলিস স্টেফানিককে জাতিসংঘে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব প্রদান করা হচ্ছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ১০০ কর্মদিবসে ব্যাপক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্য মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের দেশত্যাগে বাধ্য করা, ২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে হামলাকারী কয়েকজনকে ক্ষমা করা এবং বাইডেন-হ্যারিস প্রশাসনের পরিবেশগত নীতিগুলো পরিবর্তন করা অগ্রাধিকার পাবে।