8:13 am, Wednesday, 27 November 2024

রংপুরাঞ্চলের কৃষক বেশি লাভের আশায় আগাম আলু চাষে ব্যস্ত

  • Reporter Name
  • Update Time : 12:27:41 pm, Monday, 23 September 2024
  • 9 Time View

স্টাফ রিপোর্টার॥ বেশি লাভের আশায় আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন রংপুরাঞ্চলের কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায়  জমি প্রস্তুত, বীজ সংগ্রহ, সার প্রয়োগ এবং রোপণসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। আগাম জাতের আলু চাষে পরামর্শ দেয়াসহ সহযোগিতার কথা জানায়- কৃষি বিভাগ। নগরীর মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকার  সাবান টারীর কৃষক মোছাদ্দেকুর রহমান রিপন ৮ং ওয়ার্ডের চাঁদকুঠি বধুকমলা এলাকায়  ৬৬ শতক জমি লিজ নিয়ে আগাম আলু আবাদ শুরু করেছেন। রোববার সকাল থেকে শ্রমিক দিয়ে আলু রোপণ কাজে ব্যস্ত সময় পার করেন তিনি। এই কৃষক জানান, তার ৬৬ শতক জমি লিজ নিতে খরচে পড়েছে ১৭ হাজার, বীজে ৩০ হাজার, চাষ ও রোপণে ৫ হাজার, সারবাবদ ৫ হাজার, কোদালকান্দে ও  সেচে ২ হাজার, আলু তোলাবাবদ ৪ হাজার এবং কীটনাশক বাবদ ব্যয় হবে ৭ হাজারসহ মোট ৬৬ হাজার টাকা।  তিনি ১ লাখ ২০-৩০ টাকার আলুর ফলনের আশা করছেন। এতে তার প্রায় ৬০ হাজার টাকা লাভ হবে। তিনি আরো জানান, রোপণের ৫৫-৫৮ দিনের মধ্যে আগাম আলু তোলা যায়। তিনি গত বছর ৭২ শত জমিতে আগাম আলু চাষ করেছিলেন। ভালো দাম পেয়েছিলেন সেবার। তার দেখাদেখি  আগাম আলু চাষি ও কৃষকের সংখ্যা বেড়েছে। আজ (গতকাল) আলুরোণের সময় স্থানীয় কয়েকজন কৃষক বিস্তারিত জেনেছেন তার কাছে। তারা জানিয়েছেন- আগাম  ধান লাগিয়েছেন। কিছুদিনের মধ্যে কর্তন করে আগাম আলু রোপণ করবেন। কৃষি অফিস জানায়, এ অঞ্চলে   প্রতি বছর  আলুর ভালো ফলন ও দাম পেয়ে থাকেন কৃষকরা। এ অঞ্চলের চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় যায় আগাম আলু। প্রতি বছর আগাম আলু চাষ করে অনেকে স্বাবলম্বীও হয়েছেন।  এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল জানায়, কৃষি অফিস  ইতমধ্যে রবি মৌসুমের আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।  এবার ৫ জেলার ১ লাখ ১ হাজার ৫৭৬ হেক্টর জমিতে আলুর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।  এর মধ্যে রংপুরে ৫৩ হাজার হেক্টর, গাইবান্ধায় ১২ হাজার হেক্টর, কুড়িগ্রামে ৭ হাজার হেক্টর, লালমনিরহাটে ৬ হাজার হেক্টর এবং নীলফামারীতে ২১ হাজার ৯৯০ হেক্টর। এই অফিস আরো জানায়, গতকাল রোববার পর্যন্ত  এ অঞ্চলের ৫ জেলার মধ্যে নীলফামারীতে ৪৫ হেক্টর জমির আগাম ধান কাটা হয়েছে। এসব জমিতে আগাম আলু রোপণ করা হবে।  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ- পরিচালক  কৃষিবিদ আফজাল হোসেন জানান, চলমান আবহাওয়ার প্রেক্ষিতে কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস জেনে আগাম আলু রোপণ করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমাদের নিয়ত সহি, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই : সিইসি

রংপুরাঞ্চলের কৃষক বেশি লাভের আশায় আগাম আলু চাষে ব্যস্ত

Update Time : 12:27:41 pm, Monday, 23 September 2024

স্টাফ রিপোর্টার॥ বেশি লাভের আশায় আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন রংপুরাঞ্চলের কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায়  জমি প্রস্তুত, বীজ সংগ্রহ, সার প্রয়োগ এবং রোপণসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। আগাম জাতের আলু চাষে পরামর্শ দেয়াসহ সহযোগিতার কথা জানায়- কৃষি বিভাগ। নগরীর মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকার  সাবান টারীর কৃষক মোছাদ্দেকুর রহমান রিপন ৮ং ওয়ার্ডের চাঁদকুঠি বধুকমলা এলাকায়  ৬৬ শতক জমি লিজ নিয়ে আগাম আলু আবাদ শুরু করেছেন। রোববার সকাল থেকে শ্রমিক দিয়ে আলু রোপণ কাজে ব্যস্ত সময় পার করেন তিনি। এই কৃষক জানান, তার ৬৬ শতক জমি লিজ নিতে খরচে পড়েছে ১৭ হাজার, বীজে ৩০ হাজার, চাষ ও রোপণে ৫ হাজার, সারবাবদ ৫ হাজার, কোদালকান্দে ও  সেচে ২ হাজার, আলু তোলাবাবদ ৪ হাজার এবং কীটনাশক বাবদ ব্যয় হবে ৭ হাজারসহ মোট ৬৬ হাজার টাকা।  তিনি ১ লাখ ২০-৩০ টাকার আলুর ফলনের আশা করছেন। এতে তার প্রায় ৬০ হাজার টাকা লাভ হবে। তিনি আরো জানান, রোপণের ৫৫-৫৮ দিনের মধ্যে আগাম আলু তোলা যায়। তিনি গত বছর ৭২ শত জমিতে আগাম আলু চাষ করেছিলেন। ভালো দাম পেয়েছিলেন সেবার। তার দেখাদেখি  আগাম আলু চাষি ও কৃষকের সংখ্যা বেড়েছে। আজ (গতকাল) আলুরোণের সময় স্থানীয় কয়েকজন কৃষক বিস্তারিত জেনেছেন তার কাছে। তারা জানিয়েছেন- আগাম  ধান লাগিয়েছেন। কিছুদিনের মধ্যে কর্তন করে আগাম আলু রোপণ করবেন। কৃষি অফিস জানায়, এ অঞ্চলে   প্রতি বছর  আলুর ভালো ফলন ও দাম পেয়ে থাকেন কৃষকরা। এ অঞ্চলের চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় যায় আগাম আলু। প্রতি বছর আগাম আলু চাষ করে অনেকে স্বাবলম্বীও হয়েছেন।  এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল জানায়, কৃষি অফিস  ইতমধ্যে রবি মৌসুমের আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।  এবার ৫ জেলার ১ লাখ ১ হাজার ৫৭৬ হেক্টর জমিতে আলুর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।  এর মধ্যে রংপুরে ৫৩ হাজার হেক্টর, গাইবান্ধায় ১২ হাজার হেক্টর, কুড়িগ্রামে ৭ হাজার হেক্টর, লালমনিরহাটে ৬ হাজার হেক্টর এবং নীলফামারীতে ২১ হাজার ৯৯০ হেক্টর। এই অফিস আরো জানায়, গতকাল রোববার পর্যন্ত  এ অঞ্চলের ৫ জেলার মধ্যে নীলফামারীতে ৪৫ হেক্টর জমির আগাম ধান কাটা হয়েছে। এসব জমিতে আগাম আলু রোপণ করা হবে।  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ- পরিচালক  কৃষিবিদ আফজাল হোসেন জানান, চলমান আবহাওয়ার প্রেক্ষিতে কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস জেনে আগাম আলু রোপণ করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।