5:19 am, Friday, 22 November 2024

নগরীর বাবুখাঁর সড়কটি জরুরী ভিত্তিতে সংস্কারের দাবী

  • Reporter Name
  • Update Time : 08:19:35 pm, Tuesday, 10 September 2024
  • 17 Time View

নগরীর বাবুখাঁর সড়কটি জরুরী ভিত্তিতে সংস্কারের দাবী-যুগের আলো

স্টাফ রিপোর্টার॥ রংপুর নগরীর বাবুখাঁ থেকে টার্মিনাল যাওয়ার সড়কটি (নজরুল পাঠাগারের পূর্বপাশের) বেহালদশা। এ সড়কটির বিভিন্নস্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে পানি জমে থাকে। এসময় যানবাহন এবং পথচারী চলাচলে দুর্ভোগের শিকার হন। জানা যায়, কয়েক বছর আগে থেকে এ সড়কটি বেহালদশায় পরিণত হয়েছে। বিভিন্নস্থানে কাপের্টিং ওঠে একাকার হয়ে গেছে। কোথাও কোথাও গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে পানি জমে একাকার হয়ে যায় সেসবস্থান। ভারী বষর্ণ হলে কোথাও হাটু পানিও জমে। গত সোমবার সেই সড়কটির সরেজিমনের খোঁজ নিয়ে পথচারীদর সাথে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সড়কটি দীর্ঘদিন থেকে বেহালশায় পরিণত হয়েছে। নগরীর  যত সড়ক আছে তার মধ্যে এ সড়কও অতি গুরুত্বপূর্ণ। এ সড়কের  দক্ষিণ-পশ্চিমে রযেছে টার্মিনালসহ আরো নানা প্রতিষ্ঠান। যার কারনে প্রতিদিন এই সড়কে হাজারো মানুষ ও যানবাহনের চলাচল  রয়েছে। বর্ষার সময় এ সড়কটি হাজারো মানুষকে ভোগায়। খোদ শরতের বৃষ্টিতেও জলাবদ্ধতা সৃষ্টি হয় এ সড়কে। কয়েকজন পথচারী নজরুল সংঘ পাঠাগারের পাশের সড়কের খানাখন্দের পানি দেখিয়ে বলেন- এটি হল শরতে বৃষ্টির পানি। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে। এখনও সে পানি জমে আছে। যানবাহন চলাচলসহ পথচারী চলাচলের সময় নানাভাবে বিড়ম্বনায় পড়তে হয়। তারা আরো জানান, এই সড়কে অনেক শিক্ষার্থীর চলাচল রয়েছে।  নগরীর জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা জরুরী হয়ে পড়েছে।  সড়কটি এখনই সংস্কার না করলে সামনের দিনগুলোতে খানাখন্দ আরো বেড়ে যাবে, বাড়বে গর্ত। সেই সাথে বাড়বে ভোগান্তি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীর বাবুখাঁর সড়কটি জরুরী ভিত্তিতে সংস্কারের দাবী

Update Time : 08:19:35 pm, Tuesday, 10 September 2024

স্টাফ রিপোর্টার॥ রংপুর নগরীর বাবুখাঁ থেকে টার্মিনাল যাওয়ার সড়কটি (নজরুল পাঠাগারের পূর্বপাশের) বেহালদশা। এ সড়কটির বিভিন্নস্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে পানি জমে থাকে। এসময় যানবাহন এবং পথচারী চলাচলে দুর্ভোগের শিকার হন। জানা যায়, কয়েক বছর আগে থেকে এ সড়কটি বেহালদশায় পরিণত হয়েছে। বিভিন্নস্থানে কাপের্টিং ওঠে একাকার হয়ে গেছে। কোথাও কোথাও গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে পানি জমে একাকার হয়ে যায় সেসবস্থান। ভারী বষর্ণ হলে কোথাও হাটু পানিও জমে। গত সোমবার সেই সড়কটির সরেজিমনের খোঁজ নিয়ে পথচারীদর সাথে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সড়কটি দীর্ঘদিন থেকে বেহালশায় পরিণত হয়েছে। নগরীর  যত সড়ক আছে তার মধ্যে এ সড়কও অতি গুরুত্বপূর্ণ। এ সড়কের  দক্ষিণ-পশ্চিমে রযেছে টার্মিনালসহ আরো নানা প্রতিষ্ঠান। যার কারনে প্রতিদিন এই সড়কে হাজারো মানুষ ও যানবাহনের চলাচল  রয়েছে। বর্ষার সময় এ সড়কটি হাজারো মানুষকে ভোগায়। খোদ শরতের বৃষ্টিতেও জলাবদ্ধতা সৃষ্টি হয় এ সড়কে। কয়েকজন পথচারী নজরুল সংঘ পাঠাগারের পাশের সড়কের খানাখন্দের পানি দেখিয়ে বলেন- এটি হল শরতে বৃষ্টির পানি। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে। এখনও সে পানি জমে আছে। যানবাহন চলাচলসহ পথচারী চলাচলের সময় নানাভাবে বিড়ম্বনায় পড়তে হয়। তারা আরো জানান, এই সড়কে অনেক শিক্ষার্থীর চলাচল রয়েছে।  নগরীর জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা জরুরী হয়ে পড়েছে।  সড়কটি এখনই সংস্কার না করলে সামনের দিনগুলোতে খানাখন্দ আরো বেড়ে যাবে, বাড়বে গর্ত। সেই সাথে বাড়বে ভোগান্তি।