বিদেশ : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, খান ইউনিসে হামাস যোদ্ধাদের একটি অপারেশন সেন্টারে বিমান হামলা চালানো হয়েছে। বেসামরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি ইসরায়েলের। তবে স্থানীয় বাসিন্দারা বলেছেন, খান ইউনিসের দক্ষিণে আল-মাওয়াসিতে মানবিক অঞ্চলে ঘরছাড়া লোকদের আশ্রয় নেওয়া তাঁবুতে হামলা চালানো হয়েছে। হামাসের সিভিল ডিফেন্স অথরিটির অপারেশন ডিরেক্টর বলেছে, হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ জনের বেশি। সেইসঙ্গে এখনো অনেকে ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেছেন, মধ্যরাতের পরে আল-মাওয়াসি এলাকায় বিশাল বিস্ফোরণ হয়। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র বলেছেন, সন্ত্রাসী সংগঠন হামাসের মূল সন্ত্রাসীদের যারা খান ইউনিসের মানবিক এলাকায় ছদ্মবেশে একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল কমপ্লেক্সে কাজ করছিল তাদের ওপর হামলা চালানো হয়েছে।
3:34 pm, Saturday, 23 November 2024
সংবাদ শিরোনাম :
গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৪০
- Reporter Name
- Update Time : 07:34:50 pm, Tuesday, 10 September 2024
- 5 Time View
Tag :
Popular Post