পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কারনে দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ টি ইউনিটই বন্ধ হয়ে গেছে। ফলে এই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আগামী ২ সপ্তাহের মধ্যে কোন উৎপাদনে যাওয়ার সম্ভাবনা নেই বলেও জানা গেছে।
গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুক্তিবদ্ধ চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের (হারবিন) সাথে যোগাযোগ করা হচ্ছে। তবে, তারা জানিয়েছেন যন্ত্রাংশ পাঠাতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে।
প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক আরও বলেন, ওই প্রতিষ্ঠানের সাথে ২০২০ সালের ফেব্রুয়ারী থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারী পর্যন্ত ৫ বছরের চুক্তি আছে তারা সব খুচরা যন্ত্রাংশ সরবরাহ করবে। কিন্তু বিগত ৫ বছরে তারা একটি যন্ত্রাংশও সরবরাহ করেনি। তাদেরকে বার বার চিঠি দিয়েও কোন সাড়া মেলেনি। চুক্তি থাকার কারনে ঐ খুচরা যন্ত্রাংশগুলো আমরা অন্য কোথা থেকে কিনতেও পারছি না।
তিনি জানান, একটি টারবাইন চালাতে দুইটা ইলেকট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প লাগে। ২০২২ সালে একটি ইলেকট্রো হাইড্রোলিক ওয়েলপাম নষ্ট হয়ে যায়। তখন থেকেই চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানে চিঠি দেয়া হলেও তারা কোন যন্ত্রাংশ সরবরাহ করেনি। ফলে একটা পাম্প দিয়েই এতদিন ইউনিট চালু ছিলো। সেই একটা পাম্পও গতকাল সোমবার নষ্ট হওয়ায় পুরো প্লান্ট এখন বন্ধ হয়ে গেছে।