স্টাফ রিপোর্টার॥ ছবির এই ভবনটিতেই বছরের পর বছর ধরে চলতো ডায়রিয়াসহ আরো কয়েকটি রোগের চিকিৎসা। নগরীসহ বাইরের জেলা ও উপজেলার রোগীরাও এখানে চিকিৎসা সেবা নিত। প্রায় সময় রোগীর চাপে হিমিসিম খেতে হতো চিকিৎসকদেরকে। কয়েক বছর আগে এখানের বিভাগটি সরানো হয়েছে। এখন এই ভবনটি শুধুই স্মৃতি। সদর হাসপাতালে অবস্থিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) সংক্রামক ব্যধি বিভাগের কথা বলছিলাম। সাধারণ মানুষ জানান, জেলার সিভিল সার্জনের আওতাধীন সদর হাসপাতালের এ ভবনের মুলগেটটি ঝকঝকে থাকলেও নেই দরজা জানালা। এখানে সেই গেটে দুইটি সাইনবোর্ড দেওয়া আছে। সাইনাবোর্ডে লেখা আছে- এটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংক্রামক ব্যধি বিভাগ। সেবার বিষয়ে বলা আছে- এখানে ডায়রিয়া, কলেযা, টিটেনাস, হাম, ডিপথেরিয়া ও জলাতঙ্গসহ আরো অন্যসব রোগের চিকিৎসা সেবা চলতো। তারা বলছেন- রমেকের সম্প্রসারিত ভবন হওয়ার পর এই বিভাগটি সেখানে নেওয়া হয়েছে। এখন এই ভবনটি ঘিরে দিনে রাতে- অনেক যুবকের আড্ডা জমে। বিশেষ করে সন্ধ্যার পর আড্ডার পরিধি বেড়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে- এক ব্যক্তি জানিয়েছেন- মাঝে মধ্যে এখানে মাদক সেবাও করতে দেখা যায়। তিনি আরো বলেন, যেখানে যুগের পর যুগ ধরে সেবা চলতো সেই ভবনটি সংরক্ষণ করা প্রয়োজন।
12:07 am, Saturday, 26 April 2025
সংবাদ শিরোনাম :
রমেক হাসপাতালের সংক্রামক ব্যধি বিভাগ এখন শুধুই স্মৃতি
-
Reporter Name
- Update Time : 06:14:15 pm, Thursday, 24 April 2025
- 6 Time View
Tag :
Popular Post