12:07 am, Saturday, 26 April 2025

রংপুর সদর হাসপাতালে বৈচিত্রময় কাঠ গোলাপ গাছ

  • Reporter Name
  • Update Time : 06:21:10 pm, Wednesday, 23 April 2025
  • 3 Time View

স্টাফ রিপোর্টার॥ রংপুর নগরীর সদর হাসপাতাল মাঠে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে  বৈচিত্রময় নান্দনিক সৌন্দর্যের কাঠ গোলাপ গাছ। অনেকেই সেবা নিতে এসে ঐতিহ্যবাহী এ ফুল গাছের পাশে দাঁড়ান। কেউ কেউ মোবাইলে ছবিও তুলেন। কাঠগোলাপ সম্পর্কে জানা যায়, কাঠগোলাপ (ইংরজি: ঋৎধহমরঢ়ধহর), (দ্বিপদ নাম: চষঁসবৎরধ) হচ্ছে অঢ়ড়পুহধপবধব পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদের গণের নাম। কাঠগোলাপ মেক্সিকো, মধ্য আমেরিকা, ভেনেজুয়েলা ও দক্ষিণ ভারতের স্থানীয় ফুল। কাঠগোলাপ বিভিন্ন নামে পরিচিত যেমন- গুলাচি, গোলাইচ, গোলকচাঁপা, চালতা গোলাপ, গরুডাচাঁপা ইত্যাদি। সাদা ফুলের মধ্যে হলুদ ও গোলাপি রঙের মিশ্রণে কাঠ গোলাপ ফুল নজরকাড়া। এর পাপড়িতে রয়েছে- হলুদের নান্দনিক সৌন্দর্য ও ছোঁয়া।  গাছটি ৮-১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এ গাছ বিচিত্র গড়নের হয়ে থাকে। ফুলের অন্যতম বৈশিষ্ট্য হল- কোনো কোনো ফুল দুধের মতো সাদা, কোনোটি সাদা পাপড়ির উপর হলুদ দাগ, আবার কোনোটি লালচে গোলাপি রঙের। আবার সাদা রঙের কিছু ফুল দীর্ঘ মঞ্জরিদন্ডের আগায় ঝুলে থাকে। এ ফুল সারা বছরই ফোটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর সিটি বাজারে চলাচলকারী মানুষের দুর্ভোগ

রংপুর সদর হাসপাতালে বৈচিত্রময় কাঠ গোলাপ গাছ

Update Time : 06:21:10 pm, Wednesday, 23 April 2025

স্টাফ রিপোর্টার॥ রংপুর নগরীর সদর হাসপাতাল মাঠে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে  বৈচিত্রময় নান্দনিক সৌন্দর্যের কাঠ গোলাপ গাছ। অনেকেই সেবা নিতে এসে ঐতিহ্যবাহী এ ফুল গাছের পাশে দাঁড়ান। কেউ কেউ মোবাইলে ছবিও তুলেন। কাঠগোলাপ সম্পর্কে জানা যায়, কাঠগোলাপ (ইংরজি: ঋৎধহমরঢ়ধহর), (দ্বিপদ নাম: চষঁসবৎরধ) হচ্ছে অঢ়ড়পুহধপবধব পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদের গণের নাম। কাঠগোলাপ মেক্সিকো, মধ্য আমেরিকা, ভেনেজুয়েলা ও দক্ষিণ ভারতের স্থানীয় ফুল। কাঠগোলাপ বিভিন্ন নামে পরিচিত যেমন- গুলাচি, গোলাইচ, গোলকচাঁপা, চালতা গোলাপ, গরুডাচাঁপা ইত্যাদি। সাদা ফুলের মধ্যে হলুদ ও গোলাপি রঙের মিশ্রণে কাঠ গোলাপ ফুল নজরকাড়া। এর পাপড়িতে রয়েছে- হলুদের নান্দনিক সৌন্দর্য ও ছোঁয়া।  গাছটি ৮-১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এ গাছ বিচিত্র গড়নের হয়ে থাকে। ফুলের অন্যতম বৈশিষ্ট্য হল- কোনো কোনো ফুল দুধের মতো সাদা, কোনোটি সাদা পাপড়ির উপর হলুদ দাগ, আবার কোনোটি লালচে গোলাপি রঙের। আবার সাদা রঙের কিছু ফুল দীর্ঘ মঞ্জরিদন্ডের আগায় ঝুলে থাকে। এ ফুল সারা বছরই ফোটে।