স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের সাথে রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বাসস পরিচালনা পর্ষদের সদস্য মমতাজ শিরীন ভরসার মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকাস্থ বাসস কার্যালয়ে ্এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, সব কিছু ঢেলে সাজাতে হবে। বাসসের সাথে আঞ্চলিক ও জাতীয় পত্রিকাগুলোর সম্পর্ক উন্নয়ন ঘটাতে কাজ করে যেতে হবে। বাসস একটি জাতীয় সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান। এর ভাবমূূর্তি আরও বেশি করে উজ্জল করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। পরিচালনা পর্ষদের মতামতের ভিত্তিতে আগামীতে বাসস সংবাদ জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা যাতে গণমাধ্যমের নির্ভরতার প্রতীক হিসেবে দাঁড়াতে পারে এই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। বাসসকে গতিশীল করার জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। আশা করি এই পরিচালনা পর্ষদ সঠিক দিক নির্দেশনা দিয়ে বাসসের চলার গতি আরও বৃদ্ধি করবে। এসময় দৈনিক যুগের আলোর প্রকাশক ও সম্পাদক এবং বাসস পরিচালনা পর্ষদের সদস্য মমতাজ শিরীন ভরসা বাসসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রংপুর অঞ্চল অবহেলিত। এই অঞ্চলের সংবাদপত্রের গতিশীলতা আনতে বাসস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দৈনিক যুগের আলো রংপুর অঞ্চলের পাঠকপ্রিয় পত্রিকা। এই পত্রিকার প্রকাশক ও সম্পাদককে বাসসের পরিচালনা বোর্ডের সদস্য করায় অবহেলিত রংপুরের মানুষকে মূল্যায়ন করা হয়েছে বলে মনে করি। এ সময় বাসসের চিফ রিপোর্টার মোঃ মোর্শেদুর রহমান, নিউজ এডিটর মো.ফজলুল হক এবং “দৈনিক যুগের আলো” পত্রিকার ঢাকা বিভাগীয় প্রধান ও জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম জোমাদ্দার মিলনসহ অন্যান্য সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।