প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সাহসিকতা এবং আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানানোর সময় তিনি এ কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা তাকে আবু সাঈদের পরিবারের সদস্য এবং রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করার অনুরোধ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আবু সাঈদের পরিবারের সদস্যদের ড. ইউনূস বলেছেন- আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করতে অনুরোধ করছি। প্রধান উপদেষ্টা এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহীদ আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে ‘শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন’র সনদ তুলে দেন। সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়াও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
2:00 pm, Wednesday, 4 December 2024
সংবাদ শিরোনাম :
আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস
- Reporter Name
- Update Time : 05:26:13 pm, Thursday, 28 November 2024
- 3 Time View
Tag :
Popular Post