12:37 am, Sunday, 27 April 2025

ন্যুনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে: রুমিন ফারহানা

  • Reporter Name
  • Update Time : 06:20:03 pm, Wednesday, 23 April 2025
  • 7 Time View

স্টাফ রিপোর্টার॥ বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। আমাদের মনে রাখতে হবে, আমাদের লড়াইয়ের মাটি কিন্তু কঠিন এবং আগের চেয়ে অনেক বিপদসংকুল। বুধবার (২৩ এপ্রিল) রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় রুমিন বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেককেই তাদের এলাকায় বিএনপির প্রতিনিধিত্ব করতে হবে। আপনারাই তো বিএনপির প্রতিচ্ছবি, তাই আপনারা এমনভাবে চলুন যেন মানুষ বিএনপিকে আরও ভালোবাসে, আপনাদের দেখে তারা উদ্বুদ্ধ হয় এবং বিএনপির হাতকে শক্তিশালী করে।’ নতুন ধারার রাজনীতি নিয়ে তিনি মন্তব্য করেন, ‘নতুন ধারা রাজনীতি কেমন যে, দল গঠনের আগে কোটি টাকার সরকারি গাড়ি ব্যবহার করা হয়? নতুন দল? নতুন সংস্কার? এমন রাজনীতি কীভাবে চলতে পারে যেখানে একেকজনের গাড়ি বহরে ১৫৫ থেকে ১৬০টি গাড়ি থাকে?’ তিনি প্রশ্ন করেন, এই টাকা আসে কোথা থেকে?’ আওয়ামী লীগকে নিয়ে রুমিন বলেন, ‘আওয়ামী লীগ যখন বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তাদের মনে রাখা উচিত, বাংলাদেশের রাজনীতিতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণেই তারা রাজনীতিতে আসতে পেরেছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি কখনও কারচুপি নির্বাচন করে না এবং ভবিষ্যতেও বিএনপি কারচুপি নির্বাচন করে ক্ষমতায় আসতে চায় না।’ বিএনপির এই নেত্রী আরও বলেন, ‘বিএনপি নিজের ভুল স্বীকার করতে জানে এবং নিজের সমালোচনা নিজেরাই করতে চিন্তা করে। এটাই বিএনপির বাইরের এবং ভেতরের গণতন্ত্রের সৌন্দর্য, এবং এটি আমাদের শক্তি।’ তিনি নতুন বাংলাদেশ এবং সংস্কারের প্রসঙ্গে বলেন, ‘বিভিন্ন দল এসব কথায় কথায় ব্যবহার করলেও, এসবের জনক এবং স্বপ্নদ্রষ্টা বিএনপি ও তারেক রহমান।  বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশনায়ক তারেক রহমান তৃণমুল থেকে বিএনপি কে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কে শক্তিশালী করেছে। জনগনের ক্ষমতা জনগন কে দিতে হবে। জনগন তার সকল ক্ষমতা বর্তমানেও যেমন আদায় করেছে ভবিষ্যতেও তেমন আদায় করবে। বিএনপি জনগনের সাথে থেকে দেশের জন্য কাজ করবে। আগামী নির্বাচনে কোনো ব্যপ্ত্যয় ঘটানো যাবে না। আগামী বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ।ফ্যাসিষ্ট খুনি হাসিনা খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলো।  কর্মশালায় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামাস সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, প্রফেসর মোর্শেদ খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল, আবদুস সাত্তার পাটোয়ারী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফজলুর রহমান খোকন,  রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা সভাপতি সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু,  রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব  এ্যাড. মাহফজু উন নবী ডন সহ রংপুর জেলা সহ মহানগর ও জেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের সকল কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ ১০ জন করে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর সিটি বাজারে চলাচলকারী মানুষের দুর্ভোগ

ন্যুনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে: রুমিন ফারহানা

Update Time : 06:20:03 pm, Wednesday, 23 April 2025

স্টাফ রিপোর্টার॥ বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। আমাদের মনে রাখতে হবে, আমাদের লড়াইয়ের মাটি কিন্তু কঠিন এবং আগের চেয়ে অনেক বিপদসংকুল। বুধবার (২৩ এপ্রিল) রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় রুমিন বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেককেই তাদের এলাকায় বিএনপির প্রতিনিধিত্ব করতে হবে। আপনারাই তো বিএনপির প্রতিচ্ছবি, তাই আপনারা এমনভাবে চলুন যেন মানুষ বিএনপিকে আরও ভালোবাসে, আপনাদের দেখে তারা উদ্বুদ্ধ হয় এবং বিএনপির হাতকে শক্তিশালী করে।’ নতুন ধারার রাজনীতি নিয়ে তিনি মন্তব্য করেন, ‘নতুন ধারা রাজনীতি কেমন যে, দল গঠনের আগে কোটি টাকার সরকারি গাড়ি ব্যবহার করা হয়? নতুন দল? নতুন সংস্কার? এমন রাজনীতি কীভাবে চলতে পারে যেখানে একেকজনের গাড়ি বহরে ১৫৫ থেকে ১৬০টি গাড়ি থাকে?’ তিনি প্রশ্ন করেন, এই টাকা আসে কোথা থেকে?’ আওয়ামী লীগকে নিয়ে রুমিন বলেন, ‘আওয়ামী লীগ যখন বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তাদের মনে রাখা উচিত, বাংলাদেশের রাজনীতিতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণেই তারা রাজনীতিতে আসতে পেরেছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি কখনও কারচুপি নির্বাচন করে না এবং ভবিষ্যতেও বিএনপি কারচুপি নির্বাচন করে ক্ষমতায় আসতে চায় না।’ বিএনপির এই নেত্রী আরও বলেন, ‘বিএনপি নিজের ভুল স্বীকার করতে জানে এবং নিজের সমালোচনা নিজেরাই করতে চিন্তা করে। এটাই বিএনপির বাইরের এবং ভেতরের গণতন্ত্রের সৌন্দর্য, এবং এটি আমাদের শক্তি।’ তিনি নতুন বাংলাদেশ এবং সংস্কারের প্রসঙ্গে বলেন, ‘বিভিন্ন দল এসব কথায় কথায় ব্যবহার করলেও, এসবের জনক এবং স্বপ্নদ্রষ্টা বিএনপি ও তারেক রহমান।  বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশনায়ক তারেক রহমান তৃণমুল থেকে বিএনপি কে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কে শক্তিশালী করেছে। জনগনের ক্ষমতা জনগন কে দিতে হবে। জনগন তার সকল ক্ষমতা বর্তমানেও যেমন আদায় করেছে ভবিষ্যতেও তেমন আদায় করবে। বিএনপি জনগনের সাথে থেকে দেশের জন্য কাজ করবে। আগামী নির্বাচনে কোনো ব্যপ্ত্যয় ঘটানো যাবে না। আগামী বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ।ফ্যাসিষ্ট খুনি হাসিনা খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলো।  কর্মশালায় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামাস সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, প্রফেসর মোর্শেদ খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল, আবদুস সাত্তার পাটোয়ারী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফজলুর রহমান খোকন,  রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা সভাপতি সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু,  রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব  এ্যাড. মাহফজু উন নবী ডন সহ রংপুর জেলা সহ মহানগর ও জেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের সকল কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ ১০ জন করে নেতাকর্মী উপস্থিত ছিলেন।