12:05 am, Saturday, 26 April 2025

স্বপ্নভঙ্গ ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : 06:18:50 pm, Saturday, 19 April 2025
  • 10 Time View

নাটকীয়তা, উত্তেজনা আর হাড়ভাঙা পরিশ্রমের পর অবশেষে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও শেষ দুটি ম্যাচে হেরে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি নিগার সুলতানার দল, তবুও শেষ মুহূর্তের অঙ্কের খেলায় ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে হাসি ফুটেছে টাইগ্রেসদের মুখে।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচে হারের পর বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশ নারী দলের সামনে। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর টাইগ্রেসদের ভাগ্য ঝুলে ছিল থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে। সমীকরণ ছিল বেশ কঠিন। ওয়েস্ট ইন্ডিজকে থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে হতো মাত্র ১০ ওভার ১ বল বা সর্বোচ্চ ১১ ওভারের মধ্যেÑতা-ও শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করে নেট রান রেটে এগিয়ে থাকতে হতো।

ওয়েস্ট ইন্ডিজ মরিয়া প্রচেষ্টা চালায়। ১০.৫ ওভারে ৬ উইকেটে জয় পেলেও সূক্ষ্ম ব্যবধানে পিছিয়ে পড়ে নেট রান রেটে। ০.৬২৬ নেট রান রেট ওয়েস্ট ইন্ডিজের, সেখানে বাংলাদেশের ছিল ০.৬৩৯। আর এতেই একচুল ব্যবধানে বিশ্বকাপের ট্রেন ধরতে ব্যর্থ হয় ক্যারিবীয়রা, নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের টিকিট।

লাহোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশ। মাত্র ৬২ বল বাকি থাকতেই হারতে হয় ৭ উইকেটে। তবে তিনটি জয় (থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে) আগেই পুঁজি করে ৬ পয়েন্ট ঝুলিতে পুরেছিল টাইগ্রেসরা।

অন্যদিকে, সমান তিন জয়ে ৬ পয়েন্ট অর্জন করেছিল ওয়েস্ট ইন্ডিজও। তবে ব্যাটিংয়ে একের পর এক মারকুটে শট, হ্যালি ম্যাথিউসের ২৯ বলে ৭০ ও হেনরির ১৭ বলে ৪৮ রানের ইনিংসÑসব প্রচেষ্টাই ব্যর্থ হয় মাত্র একটি ধীরগতির ওভারের জন্য। প্রথম ওভারে মাত্র ৯ রান তুলেছিল ক্যারিবীয়রাÑসেই ধীর শুরুই কাল হয়ে দাঁড়ায়।

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ৮টি দল। স্বাগতিক ভারতসহ সরাসরি সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজের মতো পরাশক্তি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর সিটি বাজারে চলাচলকারী মানুষের দুর্ভোগ

স্বপ্নভঙ্গ ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

Update Time : 06:18:50 pm, Saturday, 19 April 2025

নাটকীয়তা, উত্তেজনা আর হাড়ভাঙা পরিশ্রমের পর অবশেষে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও শেষ দুটি ম্যাচে হেরে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি নিগার সুলতানার দল, তবুও শেষ মুহূর্তের অঙ্কের খেলায় ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে হাসি ফুটেছে টাইগ্রেসদের মুখে।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচে হারের পর বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশ নারী দলের সামনে। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর টাইগ্রেসদের ভাগ্য ঝুলে ছিল থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে। সমীকরণ ছিল বেশ কঠিন। ওয়েস্ট ইন্ডিজকে থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে হতো মাত্র ১০ ওভার ১ বল বা সর্বোচ্চ ১১ ওভারের মধ্যেÑতা-ও শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করে নেট রান রেটে এগিয়ে থাকতে হতো।

ওয়েস্ট ইন্ডিজ মরিয়া প্রচেষ্টা চালায়। ১০.৫ ওভারে ৬ উইকেটে জয় পেলেও সূক্ষ্ম ব্যবধানে পিছিয়ে পড়ে নেট রান রেটে। ০.৬২৬ নেট রান রেট ওয়েস্ট ইন্ডিজের, সেখানে বাংলাদেশের ছিল ০.৬৩৯। আর এতেই একচুল ব্যবধানে বিশ্বকাপের ট্রেন ধরতে ব্যর্থ হয় ক্যারিবীয়রা, নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের টিকিট।

লাহোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশ। মাত্র ৬২ বল বাকি থাকতেই হারতে হয় ৭ উইকেটে। তবে তিনটি জয় (থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে) আগেই পুঁজি করে ৬ পয়েন্ট ঝুলিতে পুরেছিল টাইগ্রেসরা।

অন্যদিকে, সমান তিন জয়ে ৬ পয়েন্ট অর্জন করেছিল ওয়েস্ট ইন্ডিজও। তবে ব্যাটিংয়ে একের পর এক মারকুটে শট, হ্যালি ম্যাথিউসের ২৯ বলে ৭০ ও হেনরির ১৭ বলে ৪৮ রানের ইনিংসÑসব প্রচেষ্টাই ব্যর্থ হয় মাত্র একটি ধীরগতির ওভারের জন্য। প্রথম ওভারে মাত্র ৯ রান তুলেছিল ক্যারিবীয়রাÑসেই ধীর শুরুই কাল হয়ে দাঁড়ায়।

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ৮টি দল। স্বাগতিক ভারতসহ সরাসরি সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজের মতো পরাশক্তি।