স্টাফ রিপোর্টার॥ রংপুরের সাবেক সংসদ সদস্য, ভরসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা প্রয়াত আলহাজ্ব রহিম উদ্দিন ভরসার ৫ম মৃত্যু বাষির্কী পালিত হয়েছে।
মঙ্গলবার বাদআছর যুগের আলো কার্যালয়ে- দৈনিক যুগের আলোর প্রকাশক সম্পাদক, কর্মকর্তা-কর্মচারী আয়োজিত এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে যুগের আলোর সকল বিভাগের কর্মকর্তা -কর্মচারী ও ব্যবসায়ি এবং সুধিজনরা উপস্থিত ছিলেন। তাঁর স্মরণে দোয়া পরিচালনা করেন মাও. রফিকুল ইসলাম। এ সময় মরহুমের আত্নার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে নগরীর বিশিষ্টজন উপস্থিত ছিলেন। তাদের অনেকেই মরহুম রহিম উদ্দিন ভরসার স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। সুধিজনেরা এসময় মন্তব্য করেন মরহুম রহিম উদ্দিন ভরসা এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্যার সঠিক চিত্র তুলে ধরতে দৈনিক যুগের আলো প্রতিষ্ঠা করেছিলেন।
তার প্রতিষ্ঠিত দৈনিক যুগের আলো আজ রংপুর অঞ্চলের সর্বাধিক পাঠকপ্রিয় পত্রিকা।