স্টাফ রিপোর্টার॥ সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় করেছে রংপুর জেলা পুলিশ।
গতকাল দুপুরে রংপুরের পুলিশ সুপার পুলিশ সুপার শরীফ উদ্দিন তার কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সমন্বয়ক এবং মসজিদের ইমামসহ ধর্মীয় নেতাদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন।
সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।সেখানে পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা সাধারণ সম্পাদক রাম জীবন কুন্ডু বলেন, ‘রংপুরে সংখ্যালঘু নির্যাতনের কোনও ঘটনা ঘটেনি।’ ইসকনকে তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি মনে করেন না বলে জানান তিনি।
অপরদিকে রংপুর মহানগর ছাত্র সমন্বয়ক ইমতিয়াজ উদ্দিন ইমতি অভিযোগ করে বলেন, ‘সংখ্যালঘুরা ভারতপ্রীতি বন্ধ না করলে সমস্যা থাকবে। হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। একে অপরের বাড়িতে যাতায়াত ও খাওয়াদাওয়া করি। কিন্তু একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।’
বিএনপি নেতা খয়রাত হোসেন ও জামায়াত নেতা সালাম বলেন, ‘রংপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পতিত ফ্যাসিবাদীরা ইসকনকে দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না।’
রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ আহম্মেদ বলেন, দেশে ইসলামিক রাষ্ট্রব্যবস্থা কায়েম হলে অমুসলিম ভাইয়েরা আরও বেশি স্বাধীনতা পাবেন।’
পুলিশ সুপার শরীফ উদ্দিন বলেন, পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, ‘আমাদের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে একটি কুচক্রী মহল সোশাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে। কারো উস্কানিতে প্ররোচিত হয়ে আমরা যেন সংঘাতে না জড়িয়ে পড়ি সেদিকে সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশ যেমন সবার, তেমনি দেশের আইনও সবার জন্য সমান। ’‘পত্রিকাসহ গণমাধ্যমগুলো চটকদার শিরোনাম করে। যা দেখে মানুষ বিভ্রান্ত হয়। অথচ খবরের ভেতরে কিছু থাকে না। বিষয়টি দেখা উচিত।’