স্টাফ রিপোর্টার॥ রংপুরে আওয়ামী নেত্রী, সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববির ইন্ধনে ঠাকুরপাড়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তৎকালীন সদর উপজেলা চেয়ারম্যান, আওয়ামী নেত্রী নাছিমা জামান ববির ইন্ধনে পাগলাপীর ঠাকুরপাড়ার হিন্দু যুবক পলাশ তার নিজ বাড়িতে আগুনলাগিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর অপচেষ্টা করে। পরে সেই ঘটনাকে কেন্দ্রকরে মামলার আসামি হিসেবে আমাদের দেখিয়ে হয়রানি শুরু করে। ঠাকুর পাড়ায় হিন্দু বাড়িতে আগুন দেয়ার সাথে আমরা কেউই জড়িত ছিলাম না। কিন্তু সাবেক চেয়ারম্যান ববির দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদকরাই আমাদের কাল হয়েছিল। সে তার রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দা হাসিল করতে বানোয়াট ঘটনা সাজিয়ে আমাদেরকে আসামি বানিয়ে তার দুর্নীতি করার রাস্তা পরিষ্কার করেছিল। এসময় দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেন ভুক্তভোগীরা।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা এবি পার্টির সভাপতি আব্দুল বাসেত মারজান, ভুক্তভোগী ইসরাফিল মিয়া, তৌহিদুর রহমান, দেলোয়ার হোসেন, ফজলার রহমান প্রমুখ।