3:36 am, Sunday, 27 April 2025

রংপুরে তিনদিন ব্যাপি ইজতেমা শুরু বুধবার

  • Reporter Name
  • Update Time : 05:14:33 pm, Sunday, 24 November 2024
  • 13 Time View

স্টাফ রিপোর্টার॥ রংপুরে বুধবার বিকেল থেকে মহানগরীর  নিউ জুম্মাপড়া আমাশু  কুকরুল ঈদগাহ মাঠে শুরু হবে তিনদিন ব্যাপি ইজতেমা। শুক্রবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।  এলক্ষে আয়োজকরা যাবতীয় প্রস্তুতি সম্পান্ন করেছেন।

আযোজক কমিটির সদস্য হাজি মোজাফ্ফর হোসেন বলেন, ইজতেমা উপলক্ষে খিত্তা প্রস্তুত করা হয়েছে। একসাথে ৫০ হাজার মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ২০১০ সাল থেকে রংপুরে ইজতেমা হয়ে আসছে। এবার রংপুরে ৯ম বারের মতো ইজতেমা হচ্ছে।

তিনি বলেন,ইজতেমা মাঠসহ আশপাশের এলাকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তার ব্যবস্থা করবেন।  ইজতেমায় ঢাকা থেকে মেহমানরা আসবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর সিটি বাজারে চলাচলকারী মানুষের দুর্ভোগ

রংপুরে তিনদিন ব্যাপি ইজতেমা শুরু বুধবার

Update Time : 05:14:33 pm, Sunday, 24 November 2024

স্টাফ রিপোর্টার॥ রংপুরে বুধবার বিকেল থেকে মহানগরীর  নিউ জুম্মাপড়া আমাশু  কুকরুল ঈদগাহ মাঠে শুরু হবে তিনদিন ব্যাপি ইজতেমা। শুক্রবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।  এলক্ষে আয়োজকরা যাবতীয় প্রস্তুতি সম্পান্ন করেছেন।

আযোজক কমিটির সদস্য হাজি মোজাফ্ফর হোসেন বলেন, ইজতেমা উপলক্ষে খিত্তা প্রস্তুত করা হয়েছে। একসাথে ৫০ হাজার মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ২০১০ সাল থেকে রংপুরে ইজতেমা হয়ে আসছে। এবার রংপুরে ৯ম বারের মতো ইজতেমা হচ্ছে।

তিনি বলেন,ইজতেমা মাঠসহ আশপাশের এলাকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তার ব্যবস্থা করবেন।  ইজতেমায় ঢাকা থেকে মেহমানরা আসবেন।