12:06 am, Saturday, 26 April 2025

রঙিন গ্যাস বেলুনে চলে তার সংসার

  • Reporter Name
  • Update Time : 05:28:08 pm, Friday, 22 November 2024
  • 25 Time View

স্টাফ রিপোর্টার॥ গ্যাস ভর্তি উড়ন্ত বেলুন বিক্রি করে স্বাবলম্বী ওমর ফারুক।  ৫ বছর ধরে বেলুন বিক্রি করছেন তিনি। প্রতিদিন ১২০ থেকে ২০০টি বেলুন বিক্রি হয়ে থাকে। প্রতিটি বেলুনের দাম ২০ টাকা। এতে প্রতিমাসে তার আয় প্রায় ৬০ থেকে ৭৫ হাজার টাকা।

বেলুন বিক্রেতা ওমর ফারুকের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে।  বর্তমানে তিনি রংপুর নগরীসহ বিভিন্ন স্থানে  বেলুন বিক্রি করছেন। স্ত্রী, ১ মেয়ে ও মা নিয়ে তার চার সদস্যের সংসার। সুখেই আছেন তিনি বেলুন বিক্রি করে।

গতকাল বিকেলে রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড়ে  দেখা হয় ওমর ফারুকের সাথে।  তিনি হেঁটে হেঁটে রং বেরঙয়ের গ্যাস বেলুন বিক্রি করছেন। অনেকেই রঙিন বেলুন কিনছে। তার এই খেলনা গ্যাস বেলুনগুলো ছোট বাচ্চাদের অনেক প্রিয়।

জানা গেছে, ওমর ফারুক ২০১০ সালে এস এস সি পাশ করে অভাবের সংসারে হাল ধরতে ২০১১ সালে ঢাকায় গার্মেন্টসে চাকরি নেন। ৬ মাস চাকরি করার পর চলে আসেন বাড়িতে। ২০১২ সালে ৫ হাজার টাকা মাসিক বেতন চুক্তিতে মহাজনের বেলুন বিক্রির চাকরি নেন। অল্প বেতনে সংসার চলে না। তাই তিনি ২০১৯ সালে নিজেই শুরু করেন বেলুন বিক্রির পেশা।

 তার তৈরি ফুলানো বেলুন বাতাসের সঙ্গে দুলতে থাকে। বেলুনের এক মাথায় সুতো দিয়ে বেঁধে রাখা হয়। আর রঙ- বেরঙের এই বেলুন নিয়েই বেরিয়ে পড়েন ওমর ফারুক। বিভিন্ন রঙ-বেরঙের বেলুন দেখে আকৃষ্ট হয় শিশুরা। অভিভাবকরাও শিশুদের আনন্দ দিতে বেলুন কিনে দেন। সব শ্রেণির শিশুদের বেলুন খুবই প্রিয়। আর সেই বেলুন বিক্রি করেই চলে বেলুন বিক্রেতা ওমর ফারুকের সংসার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর সিটি বাজারে চলাচলকারী মানুষের দুর্ভোগ

রঙিন গ্যাস বেলুনে চলে তার সংসার

Update Time : 05:28:08 pm, Friday, 22 November 2024

স্টাফ রিপোর্টার॥ গ্যাস ভর্তি উড়ন্ত বেলুন বিক্রি করে স্বাবলম্বী ওমর ফারুক।  ৫ বছর ধরে বেলুন বিক্রি করছেন তিনি। প্রতিদিন ১২০ থেকে ২০০টি বেলুন বিক্রি হয়ে থাকে। প্রতিটি বেলুনের দাম ২০ টাকা। এতে প্রতিমাসে তার আয় প্রায় ৬০ থেকে ৭৫ হাজার টাকা।

বেলুন বিক্রেতা ওমর ফারুকের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে।  বর্তমানে তিনি রংপুর নগরীসহ বিভিন্ন স্থানে  বেলুন বিক্রি করছেন। স্ত্রী, ১ মেয়ে ও মা নিয়ে তার চার সদস্যের সংসার। সুখেই আছেন তিনি বেলুন বিক্রি করে।

গতকাল বিকেলে রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড়ে  দেখা হয় ওমর ফারুকের সাথে।  তিনি হেঁটে হেঁটে রং বেরঙয়ের গ্যাস বেলুন বিক্রি করছেন। অনেকেই রঙিন বেলুন কিনছে। তার এই খেলনা গ্যাস বেলুনগুলো ছোট বাচ্চাদের অনেক প্রিয়।

জানা গেছে, ওমর ফারুক ২০১০ সালে এস এস সি পাশ করে অভাবের সংসারে হাল ধরতে ২০১১ সালে ঢাকায় গার্মেন্টসে চাকরি নেন। ৬ মাস চাকরি করার পর চলে আসেন বাড়িতে। ২০১২ সালে ৫ হাজার টাকা মাসিক বেতন চুক্তিতে মহাজনের বেলুন বিক্রির চাকরি নেন। অল্প বেতনে সংসার চলে না। তাই তিনি ২০১৯ সালে নিজেই শুরু করেন বেলুন বিক্রির পেশা।

 তার তৈরি ফুলানো বেলুন বাতাসের সঙ্গে দুলতে থাকে। বেলুনের এক মাথায় সুতো দিয়ে বেঁধে রাখা হয়। আর রঙ- বেরঙের এই বেলুন নিয়েই বেরিয়ে পড়েন ওমর ফারুক। বিভিন্ন রঙ-বেরঙের বেলুন দেখে আকৃষ্ট হয় শিশুরা। অভিভাবকরাও শিশুদের আনন্দ দিতে বেলুন কিনে দেন। সব শ্রেণির শিশুদের বেলুন খুবই প্রিয়। আর সেই বেলুন বিক্রি করেই চলে বেলুন বিক্রেতা ওমর ফারুকের সংসার।