স্টাফ রিপোর্টার
গতকাল সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর’২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ কমিশনার মজিদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শিবলী কায়সারসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার; সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ এবং অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
এরপর রংপুর মেট্রোপলিটন পুলিশের ০৬টি থানার (কোতোয়ালি, পরশুরাম, হারাগাছ, মাহিগঞ্জ, তাজহাট ও হাজীরহাট) কার্যবিবরণী উপস্থাপন করা হয়। এ সময় পুলিশ কমিশনারের সম্মুখে মেট্রোপলিটন এলাকার ০৬টি থানার রুজুকৃত, মুলতবি এবং নিষ্পত্তিকৃত মামলা, আসামি গ্রেপ্তার, অধিকতর তদন্ত, কোর্ট পিটিশন মামলা, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, অপমৃত্যু মামলা, মাদকদ্রব্য সম্পর্কিত মামলা, ধর্ষণ মামলা, গ্রেফতারি পরোয়ানা তামিল, সিডিএমএস আপডেট, এনইআর সংক্রান্ত বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরে পাওয়ার পয়েন্ট স্লাইড এর মাধ্যমে প্রদর্শন করানো হয় এবং এ তিনি উপস্থিত সংশ্লিষ্ট সকলের সাথে বিশদ আলোচনা করেন এবং প্রত্যেক থানার ইনচার্জদের উক্ত বিষয়ে সচেতন থেকে বেশি বেশি মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের প্রতি গুরুত্বারোপ করেন।
পরিশেষে তিনি সর্বোচ্চ দায়িত্বশীল হয়ে ও পেশাদারিত্বের সাথে সকলকে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।