1:47 pm, Thursday, 21 November 2024

ব্যানারে ছেয়ে গেছে রংপুর

  • Reporter Name
  • Update Time : 05:34:55 am, Tuesday, 19 November 2024
  • 1 Time View

স্টাফ রিপোর্টার

এ যেন ব্যানার, তোরণ আর ফেস্টুনের নগরী। বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে অলিগলিতে হয়ে ভিআইপি সড়কেও ঝুলছে বিভিন্ন ফেস্টুন-ব্যানার।

এসব ব্যানারের মধ্যে রয়েছে বিভিন্ন  বিভিন্ন কোচিং সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান আর চিকিৎসা কেন্দ্রের প্রচারণা। পিছিয়ে নেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং সেন্টারগুলোর বিজ্ঞাপনও।

সরেজমিনে দেখা গেছে, রংপুর মহানগরীর বিভিন্ন  এলাকার গুরুত্বপূর্ণ সড়কের দুপাশে ছোট বড় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টারের ব্যানারে ছেয়ে গেছে।এছাড়াও রয়েছে পার্লারের ব্যানার, জিমনেশিয়াম, ইন্টারনেটের বিভিন্ন কোম্পানির ব্যানার, প্রাইভেট স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ব্যানার-সাইনবোর্ড, টু-লেট, বাসা পরিবর্তনের জন্য ভ্যানগাড়ি চালকের পোস্টার, কাজী অফিস, সুন্নতে খৎনা, বিভিন্ন কোম্পানির মূল্য ছাড়ের প্লাস্টিকের পোস্টার,  সেলুনের হেয়ার স্টাইলের ছবি সম্বলিত প্লাস্টিকের পোস্টার, ফ্ল্যাট বিক্রি, ড্রাইভিং শিখুন, কম্পিউটার ট্রেনিং, নতুন সিনেমার পোস্টার, জন্মদিন-বৌভাত, , কবিরাজি চিকিৎসকের পোস্টার, ডাক্তারের চেম্বার, দ্রুত ও সুন্দর হাতের লেখা ইত্যাদির ব্যানার। অন্তত একটি ব্যানার বা ফেস্টুন নেই- এমন কোনো সড়ক নগরীতে খুঁজে পাওয়া কঠিন।বাতাসে গাছের পাতার সঙ্গে দুলছে ব্যানার। কোথাও ঝুলছে ফেস্টুনের কাঠ। হাঁটার পথে বিপজ্জনকভাবে বেরিয়ে আছে লোহার মাথাও।শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত ব্যানারের আধিক্য সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় নগরীতে।বিভিন্ন জায়গায় গাছের ডালের সঙ্গে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে ব্যানার আবার বিদ্যুতের খুঁটিতে, তারে, আশপাশের ব্যবসায়ীদের দোকানের সাইনবোর্ড ঢেকেও লাগানো হয়েছে ব্যানার। 

নগরবাসীর অভিযোগ ব্যানার, ফেস্টুন একদিকে যেমন নগরের সৌন্দর্য নষ্ট করছে, আরেকদিকে এগুলো নগরবাসীর চলাচলে ঝুঁকি তৈরি করছে।

এ বিষয়ে জামাল নামের একজন বলেন, এমনিতেই কংক্রিটের নগরী রংপুর। ব্যস্ত নগরজীবনে নীল আকাশ দেখতে চাওয়া বিলাসিতা। শখ করেও কেউ যদি আকাশে তাকান, তার আগেই ব্যানারে-ফেস্টুনে ঘটে দৃষ্টিদূষণ।তার ওপর রাস্তায় যেকোনো সময় দুর্ঘটনার ভয় থাকে।শহরের সৌন্দর্য রক্ষা এবং একটি স্মার্ট সিটি গড়ে তুলতে হলে এসব বন্ধ করতে হবে। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও পোস্টার, ব্যানার লাগালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কর্তৃপক্ষ বলছে, অনুমতি ছাড়া ব্যানার-পোস্টার টাঙানো অপরাধ। তাই যারা এগুলো বসিয়েছেন তাদের অবিলম্বে তা সরানোর আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মমতাজ শিরীন ভরসার শোক প্রকাশ

ব্যানারে ছেয়ে গেছে রংপুর

Update Time : 05:34:55 am, Tuesday, 19 November 2024

স্টাফ রিপোর্টার

এ যেন ব্যানার, তোরণ আর ফেস্টুনের নগরী। বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে অলিগলিতে হয়ে ভিআইপি সড়কেও ঝুলছে বিভিন্ন ফেস্টুন-ব্যানার।

এসব ব্যানারের মধ্যে রয়েছে বিভিন্ন  বিভিন্ন কোচিং সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান আর চিকিৎসা কেন্দ্রের প্রচারণা। পিছিয়ে নেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং সেন্টারগুলোর বিজ্ঞাপনও।

সরেজমিনে দেখা গেছে, রংপুর মহানগরীর বিভিন্ন  এলাকার গুরুত্বপূর্ণ সড়কের দুপাশে ছোট বড় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টারের ব্যানারে ছেয়ে গেছে।এছাড়াও রয়েছে পার্লারের ব্যানার, জিমনেশিয়াম, ইন্টারনেটের বিভিন্ন কোম্পানির ব্যানার, প্রাইভেট স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ব্যানার-সাইনবোর্ড, টু-লেট, বাসা পরিবর্তনের জন্য ভ্যানগাড়ি চালকের পোস্টার, কাজী অফিস, সুন্নতে খৎনা, বিভিন্ন কোম্পানির মূল্য ছাড়ের প্লাস্টিকের পোস্টার,  সেলুনের হেয়ার স্টাইলের ছবি সম্বলিত প্লাস্টিকের পোস্টার, ফ্ল্যাট বিক্রি, ড্রাইভিং শিখুন, কম্পিউটার ট্রেনিং, নতুন সিনেমার পোস্টার, জন্মদিন-বৌভাত, , কবিরাজি চিকিৎসকের পোস্টার, ডাক্তারের চেম্বার, দ্রুত ও সুন্দর হাতের লেখা ইত্যাদির ব্যানার। অন্তত একটি ব্যানার বা ফেস্টুন নেই- এমন কোনো সড়ক নগরীতে খুঁজে পাওয়া কঠিন।বাতাসে গাছের পাতার সঙ্গে দুলছে ব্যানার। কোথাও ঝুলছে ফেস্টুনের কাঠ। হাঁটার পথে বিপজ্জনকভাবে বেরিয়ে আছে লোহার মাথাও।শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত ব্যানারের আধিক্য সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় নগরীতে।বিভিন্ন জায়গায় গাছের ডালের সঙ্গে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে ব্যানার আবার বিদ্যুতের খুঁটিতে, তারে, আশপাশের ব্যবসায়ীদের দোকানের সাইনবোর্ড ঢেকেও লাগানো হয়েছে ব্যানার। 

নগরবাসীর অভিযোগ ব্যানার, ফেস্টুন একদিকে যেমন নগরের সৌন্দর্য নষ্ট করছে, আরেকদিকে এগুলো নগরবাসীর চলাচলে ঝুঁকি তৈরি করছে।

এ বিষয়ে জামাল নামের একজন বলেন, এমনিতেই কংক্রিটের নগরী রংপুর। ব্যস্ত নগরজীবনে নীল আকাশ দেখতে চাওয়া বিলাসিতা। শখ করেও কেউ যদি আকাশে তাকান, তার আগেই ব্যানারে-ফেস্টুনে ঘটে দৃষ্টিদূষণ।তার ওপর রাস্তায় যেকোনো সময় দুর্ঘটনার ভয় থাকে।শহরের সৌন্দর্য রক্ষা এবং একটি স্মার্ট সিটি গড়ে তুলতে হলে এসব বন্ধ করতে হবে। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও পোস্টার, ব্যানার লাগালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কর্তৃপক্ষ বলছে, অনুমতি ছাড়া ব্যানার-পোস্টার টাঙানো অপরাধ। তাই যারা এগুলো বসিয়েছেন তাদের অবিলম্বে তা সরানোর আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন।