3:40 pm, Thursday, 21 November 2024

২৯ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ভয়াল

  • Reporter Name
  • Update Time : 11:30:48 am, Thursday, 14 November 2024
  • 0 Time View

আগামী ২৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন থেকে ‘এ’ গ্রেডে ছাড়পত্রপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘ভয়াল’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বিপ্লব হায়দার। গত মঙ্গলবার সিনেমাটির মুক্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন ও টিজার উন্মোচনের অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান সিনেক্রাফ্ট ক্রিয়েশনসয়ের চেয়ারম্যান ক্যাপ্টেন শাহ আলম, চলচ্চিত্র পরিচালক বিপ্লব হায়দার, প্রযোজক আশিকুর রহমান, অভিনেতা ইরফান সাজ্জাদ, অভিনেত্রী আইশা খান, গোলাম ফরিদা ছন্দাসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা। সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত ‘ভয়াল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তরুণ প্রযোজক আশিকুর রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশা, পারভেজ সুমন, ইকবালসহ অনেকেই। সিনেমা প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘‘ভিন্নধর্মী গল্প। যদিও ‘এ’ গ্রেড তকমা পেয়েছে। তবে সিনেমার বার্তাটি খুবই ইউনিক। চলচ্চিত্রটি যারা দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন। ধীরে ধীরে বাংলাদেশের সিনেমা অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে আমারও মনে হয়, ‘ভয়াল’ একটা ভালো প্রভাব ফেলবে দর্শকমহলে।’ অভিনেত্রী আইশা খান বলেন, ‘‘‘ভয়াল’ সিনেমায় এক গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছি। পাহাড়ি পটভূমিতে নির্মাণ হয়েছে। পুরো ইউনিট অনেক কষ্ট করেছি। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা পর্দায় সবই ফুটে উঠেছে, আশা করি দর্শকদের ভালো লাগবে।’’ গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘‘প্রেম, রোমাঞ্চকর গল্পের সঙ্গে ‘ভয়াল’ সিনেমায় মা-বাবার সঙ্গে সন্তানের ভালোবাসাও ফুটে উঠেছে। পুরো পরিবার নিয়ে দর্শকদের সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল। এতে বিনোদনের পাশাপাশি শেখার অনেক কিছু আছে। আশা করছি নিরাশ হবেন না দর্শকরা।’ নির্মাতা বিপ্লব হায়দার বলেন, ‘‘খুব যত্ন নিয়ে আমরা ‘ভয়াল’ নির্মাণ করেছি। দর্শক যতক্ষণ সিনেমাটি দেখবে, গল্পের মধ্যে হারিয়ে যাবে। আশা করছি ভালো লাগবে। সবাইকে বলবো হলে এসে সিনেমাটি দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মমতাজ শিরীন ভরসার শোক প্রকাশ

২৯ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ভয়াল

Update Time : 11:30:48 am, Thursday, 14 November 2024

আগামী ২৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন থেকে ‘এ’ গ্রেডে ছাড়পত্রপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘ভয়াল’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বিপ্লব হায়দার। গত মঙ্গলবার সিনেমাটির মুক্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন ও টিজার উন্মোচনের অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান সিনেক্রাফ্ট ক্রিয়েশনসয়ের চেয়ারম্যান ক্যাপ্টেন শাহ আলম, চলচ্চিত্র পরিচালক বিপ্লব হায়দার, প্রযোজক আশিকুর রহমান, অভিনেতা ইরফান সাজ্জাদ, অভিনেত্রী আইশা খান, গোলাম ফরিদা ছন্দাসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা। সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত ‘ভয়াল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তরুণ প্রযোজক আশিকুর রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশা, পারভেজ সুমন, ইকবালসহ অনেকেই। সিনেমা প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘‘ভিন্নধর্মী গল্প। যদিও ‘এ’ গ্রেড তকমা পেয়েছে। তবে সিনেমার বার্তাটি খুবই ইউনিক। চলচ্চিত্রটি যারা দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন। ধীরে ধীরে বাংলাদেশের সিনেমা অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে আমারও মনে হয়, ‘ভয়াল’ একটা ভালো প্রভাব ফেলবে দর্শকমহলে।’ অভিনেত্রী আইশা খান বলেন, ‘‘‘ভয়াল’ সিনেমায় এক গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছি। পাহাড়ি পটভূমিতে নির্মাণ হয়েছে। পুরো ইউনিট অনেক কষ্ট করেছি। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা পর্দায় সবই ফুটে উঠেছে, আশা করি দর্শকদের ভালো লাগবে।’’ গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘‘প্রেম, রোমাঞ্চকর গল্পের সঙ্গে ‘ভয়াল’ সিনেমায় মা-বাবার সঙ্গে সন্তানের ভালোবাসাও ফুটে উঠেছে। পুরো পরিবার নিয়ে দর্শকদের সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল। এতে বিনোদনের পাশাপাশি শেখার অনেক কিছু আছে। আশা করছি নিরাশ হবেন না দর্শকরা।’ নির্মাতা বিপ্লব হায়দার বলেন, ‘‘খুব যত্ন নিয়ে আমরা ‘ভয়াল’ নির্মাণ করেছি। দর্শক যতক্ষণ সিনেমাটি দেখবে, গল্পের মধ্যে হারিয়ে যাবে। আশা করছি ভালো লাগবে। সবাইকে বলবো হলে এসে সিনেমাটি দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।