1:25 pm, Thursday, 21 November 2024

শেষবারের মতো বৈঠকে বসছেন বাইডেন-জিনপিং

  • Reporter Name
  • Update Time : 11:37:56 am, Thursday, 14 November 2024
  • 3 Time View

পেরুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামীকাল শনিবার এই সাক্ষাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা। ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য আরও বেশি সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। এরমধ্যেই এই সাক্ষাতের খবরটি এলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, পেরুর লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের পাশাপাশি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার উত্তেজনা বৃদ্ধিসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবেন দুই নেতা। এপ্রিলে বাইডেন ও শি’র ফোনে কথোপকথনের পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাইওয়ান থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর ও রাশিয়া পর্যন্ত উত্তেজনা কমানোর চেষ্টা করেছেন দুই নেতা। একইসঙ্গে মার্কিন ওষুধের ওভারডোজের প্রধান কারণ ফেন্টানিলের উপাদানের প্রবাহ রোধ করতে আরও চীনা সহায়তার দাবি জানিয়েছে আমেরিকা। সুলিভান বলেছেন, আলোচনায় বাইডেন চীনা সংশ্লিষ্ট একটি গোষ্ঠীকে নিয়ে কথা বলবেন যেটি সম্প্রতি বিশিষ্ট মার্কিন কর্মকর্তাদের ব্যক্তিগত টেলিযোগাযোগ হ্যাক করেছে। কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও রাশিয়ায় ১০ হাজার উত্তর কোরীয় সেনার উপস্থিতি নিয়ে ইউক্রেনের পক্ষে চীনা সমর্থনও বাড়াবেন বাইডেন। এ বিষয়ে ওয়াশিংটনে চীনা দূতাবাসকে মন্তব্যের অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনও জবাব পায়নি রয়টার্স। গত নভেম্বরে শীর্ষ স্তরের আলোচনা পুনরুদ্ধার করেছিল ওয়াশিংটন ও বেইজিং। তখন মাদকবিরোধী প্রচেষ্টায় আরও সহযোগিতা তৈরি করেছিল দেশ দুটি। তবে তাইওয়ানের ওপর সম্ভাব্য সংঘাতের মতো বড় ইস্যুতে আলোচনার ক্ষেত্রে নিজেদের অবস্থান সামান্যই পরিবর্তন করেছে তারা। স্বায়ত্ত্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে চীন। এদিকে, গত মাসে চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং ও সেমিকন্ডাক্টরগুলোতে মার্কিন বিনিয়োগ সীমাবদ্ধ করে নিয়ম চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। সেগুলো জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে। রিপাবলিকান ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ বাণিজ্য ব্যবস্থার প্যাকেজের অংশ হিসেবে চীনা পণ্যের মার্কিন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও এই পদক্ষেপের বিরোধিতা করেছে বেইজিং। জানা গেছে, গত সপ্তাহে ৫ নভেম্বরের নির্বাচনে বিজয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন শি। ২০২৫ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজের দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রাম্প।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মমতাজ শিরীন ভরসার শোক প্রকাশ

শেষবারের মতো বৈঠকে বসছেন বাইডেন-জিনপিং

Update Time : 11:37:56 am, Thursday, 14 November 2024

পেরুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামীকাল শনিবার এই সাক্ষাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা। ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য আরও বেশি সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। এরমধ্যেই এই সাক্ষাতের খবরটি এলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, পেরুর লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের পাশাপাশি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার উত্তেজনা বৃদ্ধিসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবেন দুই নেতা। এপ্রিলে বাইডেন ও শি’র ফোনে কথোপকথনের পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাইওয়ান থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর ও রাশিয়া পর্যন্ত উত্তেজনা কমানোর চেষ্টা করেছেন দুই নেতা। একইসঙ্গে মার্কিন ওষুধের ওভারডোজের প্রধান কারণ ফেন্টানিলের উপাদানের প্রবাহ রোধ করতে আরও চীনা সহায়তার দাবি জানিয়েছে আমেরিকা। সুলিভান বলেছেন, আলোচনায় বাইডেন চীনা সংশ্লিষ্ট একটি গোষ্ঠীকে নিয়ে কথা বলবেন যেটি সম্প্রতি বিশিষ্ট মার্কিন কর্মকর্তাদের ব্যক্তিগত টেলিযোগাযোগ হ্যাক করেছে। কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও রাশিয়ায় ১০ হাজার উত্তর কোরীয় সেনার উপস্থিতি নিয়ে ইউক্রেনের পক্ষে চীনা সমর্থনও বাড়াবেন বাইডেন। এ বিষয়ে ওয়াশিংটনে চীনা দূতাবাসকে মন্তব্যের অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনও জবাব পায়নি রয়টার্স। গত নভেম্বরে শীর্ষ স্তরের আলোচনা পুনরুদ্ধার করেছিল ওয়াশিংটন ও বেইজিং। তখন মাদকবিরোধী প্রচেষ্টায় আরও সহযোগিতা তৈরি করেছিল দেশ দুটি। তবে তাইওয়ানের ওপর সম্ভাব্য সংঘাতের মতো বড় ইস্যুতে আলোচনার ক্ষেত্রে নিজেদের অবস্থান সামান্যই পরিবর্তন করেছে তারা। স্বায়ত্ত্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে চীন। এদিকে, গত মাসে চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং ও সেমিকন্ডাক্টরগুলোতে মার্কিন বিনিয়োগ সীমাবদ্ধ করে নিয়ম চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। সেগুলো জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে। রিপাবলিকান ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ বাণিজ্য ব্যবস্থার প্যাকেজের অংশ হিসেবে চীনা পণ্যের মার্কিন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও এই পদক্ষেপের বিরোধিতা করেছে বেইজিং। জানা গেছে, গত সপ্তাহে ৫ নভেম্বরের নির্বাচনে বিজয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন শি। ২০২৫ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজের দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রাম্প।