1:28 pm, Thursday, 21 November 2024

ভিনির হ্যাটট্রিকে রিয়ালের দারুণ জয়

  • Reporter Name
  • Update Time : 06:40:50 am, Wednesday, 23 October 2024
  • 5 Time View

চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখলো রিয়াল মাদ্রিদ। দুই গোলে এগিয়ে গিয়ে ওয়েম্বলির ফাইনালের প্রতিশোধ নেওয়ার স্বপ্ন দেখছিল বরুশিয়া ডর্টমুন্ড।কিন্তু ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে তাদের স্বপ্ন ভেঙে দিল কার্লো আনচেলত্তির দল।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লিগ পর্বের ম্যাচে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল গত আসরের দুই ফাইনালিস্ট। তাতে ৫-২ গোলে জয় তুলে নিয়েছে রিয়াল।  

রিয়ালকে চমকে দিয়ে প্রথম ৩৪ মিনিটেই দুই গোলে এগিয়ে গিয়েছিল ডর্টমুন্ড। কিন্তু পরের অর্ধের শেষ ৩০ মিনিটে তারা হজম করেছে ৫ গোল। ভিনির হ্যাটট্রিক ছাড়াও একটি করে গোল করেছেন রিয়ালের আন্টোনিও রুডিগার এবং লুকাস ভাসকেজ।

ম্যাচের শুরুতে বল দখল বা আক্রমণে এগিয়ে থাকা রিয়াল উল্টো ৩০তম মিনিটে হজম করে প্রথম গোল। রিয়ালের রক্ষণ কাঁপিয়ে গোলটি করেন ডর্টমুন্ডের ডনিয়েল ম্যানেল। এর মিনিট চারেক পরেই ব্যবধান দ্বিগুণ করেন একই দলের জেমি গিটেন্স।

দুই গোল হজম করেও অবশ্য আক্রমণের ধার কমেনি রিয়ালের। কিন্তু গোল আদায় করতে পারছিল না। অবশেষে ৬০ মিনিটে ডেডলক ভাঙেন রুডিগার। কিলিয়ান এমবাপ্পের ক্রসে হেডে গোল করেন তিনি। দুই মিনিট পরেই রিয়ালকে সমতায় ফেরান ভিনি। যদিও শুরুতে অফসাইডের সিদ্ধান্ত  দিয়েছিলেন রেফারি, কিন্তু ভিএআর দেখে বাজার গোলের বাঁশি।

সমতায় ফেরার পর ডর্টমুন্ডের ওপর রীতিমতো আক্রমণের বন্যা বইয়ে দেয় রিয়াল। ৮৩তম মিনিটে ভাসকেজের গোলে প্রথমবার এগিয়ে যায় তারা। এরপর ভিনির জাদু শুরু হয়। তিন মিনিট পরে বক্সের বাইরে থেকে অসাধারণ শটে নিজের দ্বিতীয় গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।  

যোগ করার সময়ের তৃতীয় মিনিটে একক নৈপুণ্যে হ্যাটট্রিক পূরণ করেন ভিনি। যা চ্যাম্পিয়নস লিগে তার প্রথম হ্যাটট্রিক এবং রিয়ালের জার্সিতে তৃতীয়। এই গোলেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

রাতের অন্য ম্যাচে স্টুর্টগার্ট ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। এছাড়া পিএসজি ১-১ ড্র করেছে আইন্দহোফেনের সঙ্গে। শাখতার দোনেৎস্কের বিপক্ষে ১-০ গোলে জিতেছে এবং বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মমতাজ শিরীন ভরসার শোক প্রকাশ

ভিনির হ্যাটট্রিকে রিয়ালের দারুণ জয়

Update Time : 06:40:50 am, Wednesday, 23 October 2024

চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখলো রিয়াল মাদ্রিদ। দুই গোলে এগিয়ে গিয়ে ওয়েম্বলির ফাইনালের প্রতিশোধ নেওয়ার স্বপ্ন দেখছিল বরুশিয়া ডর্টমুন্ড।কিন্তু ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে তাদের স্বপ্ন ভেঙে দিল কার্লো আনচেলত্তির দল।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লিগ পর্বের ম্যাচে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল গত আসরের দুই ফাইনালিস্ট। তাতে ৫-২ গোলে জয় তুলে নিয়েছে রিয়াল।  

রিয়ালকে চমকে দিয়ে প্রথম ৩৪ মিনিটেই দুই গোলে এগিয়ে গিয়েছিল ডর্টমুন্ড। কিন্তু পরের অর্ধের শেষ ৩০ মিনিটে তারা হজম করেছে ৫ গোল। ভিনির হ্যাটট্রিক ছাড়াও একটি করে গোল করেছেন রিয়ালের আন্টোনিও রুডিগার এবং লুকাস ভাসকেজ।

ম্যাচের শুরুতে বল দখল বা আক্রমণে এগিয়ে থাকা রিয়াল উল্টো ৩০তম মিনিটে হজম করে প্রথম গোল। রিয়ালের রক্ষণ কাঁপিয়ে গোলটি করেন ডর্টমুন্ডের ডনিয়েল ম্যানেল। এর মিনিট চারেক পরেই ব্যবধান দ্বিগুণ করেন একই দলের জেমি গিটেন্স।

দুই গোল হজম করেও অবশ্য আক্রমণের ধার কমেনি রিয়ালের। কিন্তু গোল আদায় করতে পারছিল না। অবশেষে ৬০ মিনিটে ডেডলক ভাঙেন রুডিগার। কিলিয়ান এমবাপ্পের ক্রসে হেডে গোল করেন তিনি। দুই মিনিট পরেই রিয়ালকে সমতায় ফেরান ভিনি। যদিও শুরুতে অফসাইডের সিদ্ধান্ত  দিয়েছিলেন রেফারি, কিন্তু ভিএআর দেখে বাজার গোলের বাঁশি।

সমতায় ফেরার পর ডর্টমুন্ডের ওপর রীতিমতো আক্রমণের বন্যা বইয়ে দেয় রিয়াল। ৮৩তম মিনিটে ভাসকেজের গোলে প্রথমবার এগিয়ে যায় তারা। এরপর ভিনির জাদু শুরু হয়। তিন মিনিট পরে বক্সের বাইরে থেকে অসাধারণ শটে নিজের দ্বিতীয় গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।  

যোগ করার সময়ের তৃতীয় মিনিটে একক নৈপুণ্যে হ্যাটট্রিক পূরণ করেন ভিনি। যা চ্যাম্পিয়নস লিগে তার প্রথম হ্যাটট্রিক এবং রিয়ালের জার্সিতে তৃতীয়। এই গোলেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

রাতের অন্য ম্যাচে স্টুর্টগার্ট ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। এছাড়া পিএসজি ১-১ ড্র করেছে আইন্দহোফেনের সঙ্গে। শাখতার দোনেৎস্কের বিপক্ষে ১-০ গোলে জিতেছে এবং বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা।