তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে একটি র্যালি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ওই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনামূলক ও স্বাস্থ্য সম্মত ভাবে হাত ধোয়ার প্রদর্শন করেন।
সচেতনামূলক ও স্বাস্থ্য সম্মত হাত ধোয়া নিয়ে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানার সভাপতিত্বে
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেরা কৃষি কর্মকর্তা ধীবা রাণী , মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মাহামুদুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রউচ উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী নাসির ইকবাল, স্যানিটারী ইন্সপেক্টর মমিনুর রহমান পায়েল, ইকরচালী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, উপজেলা প্রশাসন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী জিও এনজিও কর্মকর্তা কর্মচারী প্রমুখ।