মহানগর প্রতিনিধি॥ হিন্দু ধর্মাম্বলীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবার আগেই শহরের মাহিগঞ্জে মেলাময় উৎসবের আবহ তৈরি হয়েছে। নানা রকমের হাঁড়ি পাতিল খেলনা সামগ্রীসহ ব্যবসায়ীরা তাদের দোকান দিয়ে বসেছেন এবং প্রতিদিন নতুন নতুন ব্যবসায়িক আগমন অব্যাহত রয়েছে।
শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিবছর মাহিগঞ্জ বাজার সংলগ্ন শ্রী শ্রী পরেশনাথ মন্দির এলাকায় দেশের বিভিন্ন জেলা সমূহ থেকে হরেক রকমের মালামাল নিয়ে ব্যবসায়িরা ব্যবসার উদ্দেশ্যে আসেন এবং পূজা শেষে আবার তারা নিজ জেলায় ফিরে যান। ইতিমধ্যে স্থানীয় ব্যবসায়ী ছাড়াও দেশের গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ থেকে অনেক ব্যবসায়ী তাদের মালামাল নিয়ে এসেছেন। এসব মালামালের অধিকাংশই বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, মাটির তৈরি হাড়ি পাতিল, শো পিচ ইত্যাদি।
রংপুরের পীরগাছা থেকে খেলনা সামগ্রী নিয়ে আসা আইনুল হক জানান, ব্যবসায়ীর ভিড়ে মালামাল রাখার ভালো জায়গা পাওয়া যায় না বিধায় এবার কদিন আগেই এখানে এসেছি। গাইবান্ধা থেকে মাটির তৈরি তৈজসপত্র নিয়ে আসা বারেক জানান, তিনি প্রতিবছরই এখানে আসেন। এখানকার মানুষেরা আমাদের মাটির তৈরি জিনিসপত্র পছন্দ করেন। সব মিলিয়ে পূজাকে ঘিরে মাহিগঞ্জে উৎসবের আবহ তৈরি হয়েছে। দু একদিনের মধ্যে উৎসব জমে উঠবে বলে অনেকে মনে করছেন।