9:14 pm, Saturday, 26 April 2025

সেইলরের নতুন পূজা কালকশনে সেজে উঠুন আপনিও

  • Reporter Name
  • Update Time : 07:53:40 am, Sunday, 29 September 2024
  • 22 Time View

দিনভর আরামে ফ্যাশনেবল থাকার জন্য পুরুষদের ড্রেসে – সুনিপুণ গিযা কটন, সফট কটন, হাই কাউন্ট সুতার তৈরি ব্ল্যান্ডেড ফেব্রিকের মত নানান প্রিমিয়াম ফ্যাব্রিক ও নারীদের ড্রেসে প্রিমিয়াম সিল্ক , রিঙ্কেল শিফন, প্রিন্টেড সফট সিল্ক সহ সবচেয়ে আরামদায়ক ফ্যাব্রিকের প্রাধান্য দিয়েছে সেইলর।  মেরুন, হলুদ, লাল, গোলাপি, টিলসহ বাহারী রঙ নির্বাচন করার পাশাপাশি নিখুঁত ভাবে হাতের কাজ, এমব্রয়ডারী, কারচুপি, পার্ল প্রিন্ট, সিকুইন ওয়ার্ক ইত্যাদির মাধ্যমে ফ্লোরাল আর্টের প্রাধান্য পেলেও  সমসাময়িক বিভিন্ন মোটিফের ডিজাইন পূজার কালেকশনকে করেছে আকর্ষণীয়। পূজায় পছন্দসই জামার সাথে মিলিয়ে রয়েছে  ফুটওয়্যার ও ব্যাগের কালেকশন। সাথে রয়েছে নানাবিধ উপহার সামগ্রীর সমাহার।

পরিবারের সবাই উৎসবের এ আনন্দে যেন একাত্ত হতে পারে সেই কথা চিন্তা করেই নতুন কালেকশনে রয়েছে কাপল ও ফ্যামিলি কম্বো। 

এই বছর পূজায় আপনার ওয়্যারড্রোবকে দিন নতুনত্বের ছোঁয়া সেইলরের পূজার  নতুন কালেকশনের সঙ্গে। যাতে উৎসবের প্রতিটি দিন আপনি হয়ে উঠতে পারেন অনন্য। কারণ উৎসব মানেই সেইলর। 

ব্র্যান্ডটির নতুন সকল সংগ্রহ পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল আউটলেট ও অনলাইনে। সেইলর রংপুর শো-রুম এর ঠিকানা জে.কে টাওয়ার, কামাল কাছনা জি এল রায় রোড রংপুর-৫৪০০।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর সিটি বাজারে চলাচলকারী মানুষের দুর্ভোগ

সেইলরের নতুন পূজা কালকশনে সেজে উঠুন আপনিও

Update Time : 07:53:40 am, Sunday, 29 September 2024

দিনভর আরামে ফ্যাশনেবল থাকার জন্য পুরুষদের ড্রেসে – সুনিপুণ গিযা কটন, সফট কটন, হাই কাউন্ট সুতার তৈরি ব্ল্যান্ডেড ফেব্রিকের মত নানান প্রিমিয়াম ফ্যাব্রিক ও নারীদের ড্রেসে প্রিমিয়াম সিল্ক , রিঙ্কেল শিফন, প্রিন্টেড সফট সিল্ক সহ সবচেয়ে আরামদায়ক ফ্যাব্রিকের প্রাধান্য দিয়েছে সেইলর।  মেরুন, হলুদ, লাল, গোলাপি, টিলসহ বাহারী রঙ নির্বাচন করার পাশাপাশি নিখুঁত ভাবে হাতের কাজ, এমব্রয়ডারী, কারচুপি, পার্ল প্রিন্ট, সিকুইন ওয়ার্ক ইত্যাদির মাধ্যমে ফ্লোরাল আর্টের প্রাধান্য পেলেও  সমসাময়িক বিভিন্ন মোটিফের ডিজাইন পূজার কালেকশনকে করেছে আকর্ষণীয়। পূজায় পছন্দসই জামার সাথে মিলিয়ে রয়েছে  ফুটওয়্যার ও ব্যাগের কালেকশন। সাথে রয়েছে নানাবিধ উপহার সামগ্রীর সমাহার।

পরিবারের সবাই উৎসবের এ আনন্দে যেন একাত্ত হতে পারে সেই কথা চিন্তা করেই নতুন কালেকশনে রয়েছে কাপল ও ফ্যামিলি কম্বো। 

এই বছর পূজায় আপনার ওয়্যারড্রোবকে দিন নতুনত্বের ছোঁয়া সেইলরের পূজার  নতুন কালেকশনের সঙ্গে। যাতে উৎসবের প্রতিটি দিন আপনি হয়ে উঠতে পারেন অনন্য। কারণ উৎসব মানেই সেইলর। 

ব্র্যান্ডটির নতুন সকল সংগ্রহ পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল আউটলেট ও অনলাইনে। সেইলর রংপুর শো-রুম এর ঠিকানা জে.কে টাওয়ার, কামাল কাছনা জি এল রায় রোড রংপুর-৫৪০০।