10:41 pm, Tuesday, 3 December 2024

রসিকের বর্ধিত ওয়ার্ডের চাদকুঠি রাস্তার গর্ত সংস্কারের দাবী

  • Reporter Name
  • Update Time : 12:34:15 pm, Tuesday, 24 September 2024
  • 10 Time View

স্টাফ রিপোর্টার॥ সম্প্রতি বন্যায় রংপুর সিটি করপোরেশনের (রসিক) বর্ধিত ৮নংওয়ার্ডের  চাদকুাঠি থেকে মহব্বত খা যাওয়ার রাস্তাটি (সাবেক হেলিপ্যাডের পাশে) ভেঙ্গে যায়। এতে করে  চাদকুঠি ও মহব্বতখাসহ ৮ গ্রামের ১৫  হাজার মানুষের দুর্ভোগ বেড়েছে। চাদকুঠি বাজার এলাকার ব্যবসায়ি সিরাজুল ইসলাম জানান, কয়েক মাস আগের বন্যায় এই রাস্তার এখানে ভেঙ্গে যায়। এখন চলাচলের সময় দুর্ভোগের শিকার হচ্ছেন। সামনে ধান কটামাড়াই শুরু হবে- সেসময় যানবাহনে ধান নিয়ে যেতে দুর্ভোগ আরো বেড়ে যাবে।  ব্যবসায়ি কামরুল বলেন, এস্থানে মাত্র কয়েক হাজার টাকার মাটি ফেললেই হাজার হাজার মানুষের দুর্ভোগ কমে যাবে। কৃষক মামুন মিয়া জানান, নগরীর সবচেয়ে বেশি আলু আবাদ হয়ে আমাদের এদিকে। আলু তোলার পর ট্রাকে ট্রাকে আলু যায় শহরে। সেসময় দুর্ভোগ বেশি হবে। স্থানীয়রা জানান, এই রাস্তাটি আশপাশের ৮-১০ এলাকার মানুষ ব্যবহার করেন।  নগরীতে প্রবেশ করতে হলে  ব্যবহার করতে হয় এ রাস্তা।  অনেকেই বৃহত্তম লালবাগ হাট যেতে এই রাস্তা ব্যবহার করেন। পণ্য নিয়ে যেত বিপাকে পড়েন তারা।  সংশ্লিষ্টজনরা বলছেন- এবছর আবহাওয়ার ঠিক নেই। কখনো  বৃষ্টি আবার কখনো খা -খা রোদ যায়। হঠাৎ করে ভারীবৃষ্টি হয়ে এ ভাঙ্গাস্থানে আরো  ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে। সিটি করপোরেশনের উচিত খোঁজ নিয়ে এখনই সেখানকার মাটি ভরাট করে দেওয়া। রসিকের প্যানেল মেয়র মাহাবুবার রহমান মনজু বলেন, বিষয়টি নিয়ে রসিকের সভায় আলোচনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস

রসিকের বর্ধিত ওয়ার্ডের চাদকুঠি রাস্তার গর্ত সংস্কারের দাবী

Update Time : 12:34:15 pm, Tuesday, 24 September 2024

স্টাফ রিপোর্টার॥ সম্প্রতি বন্যায় রংপুর সিটি করপোরেশনের (রসিক) বর্ধিত ৮নংওয়ার্ডের  চাদকুাঠি থেকে মহব্বত খা যাওয়ার রাস্তাটি (সাবেক হেলিপ্যাডের পাশে) ভেঙ্গে যায়। এতে করে  চাদকুঠি ও মহব্বতখাসহ ৮ গ্রামের ১৫  হাজার মানুষের দুর্ভোগ বেড়েছে। চাদকুঠি বাজার এলাকার ব্যবসায়ি সিরাজুল ইসলাম জানান, কয়েক মাস আগের বন্যায় এই রাস্তার এখানে ভেঙ্গে যায়। এখন চলাচলের সময় দুর্ভোগের শিকার হচ্ছেন। সামনে ধান কটামাড়াই শুরু হবে- সেসময় যানবাহনে ধান নিয়ে যেতে দুর্ভোগ আরো বেড়ে যাবে।  ব্যবসায়ি কামরুল বলেন, এস্থানে মাত্র কয়েক হাজার টাকার মাটি ফেললেই হাজার হাজার মানুষের দুর্ভোগ কমে যাবে। কৃষক মামুন মিয়া জানান, নগরীর সবচেয়ে বেশি আলু আবাদ হয়ে আমাদের এদিকে। আলু তোলার পর ট্রাকে ট্রাকে আলু যায় শহরে। সেসময় দুর্ভোগ বেশি হবে। স্থানীয়রা জানান, এই রাস্তাটি আশপাশের ৮-১০ এলাকার মানুষ ব্যবহার করেন।  নগরীতে প্রবেশ করতে হলে  ব্যবহার করতে হয় এ রাস্তা।  অনেকেই বৃহত্তম লালবাগ হাট যেতে এই রাস্তা ব্যবহার করেন। পণ্য নিয়ে যেত বিপাকে পড়েন তারা।  সংশ্লিষ্টজনরা বলছেন- এবছর আবহাওয়ার ঠিক নেই। কখনো  বৃষ্টি আবার কখনো খা -খা রোদ যায়। হঠাৎ করে ভারীবৃষ্টি হয়ে এ ভাঙ্গাস্থানে আরো  ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে। সিটি করপোরেশনের উচিত খোঁজ নিয়ে এখনই সেখানকার মাটি ভরাট করে দেওয়া। রসিকের প্যানেল মেয়র মাহাবুবার রহমান মনজু বলেন, বিষয়টি নিয়ে রসিকের সভায় আলোচনা হবে।