স্টাফ রিপোর্টার॥ রংপুর বিটিসিএলের জিএম ১৫ দিনের বেশি সময় ধরে অফিসে অনুপস্থিত। তিনি অফিস করছেন রাজশাহীতে নিজ বাড়ি থেকে। ফলে দাপ্তরিক কাজকর্ম মারাত্মক ব্যাহত হচ্ছে। সোমবার দুপুরে বিটিসিএল (বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেড) কার্যালয়ে গেলে কর্মকর্তা-কর্মচারিরাএসব অভিযোগ করেন। হঠাৎ তার অর্ন্তধানের বিষয়টি অনেকে কাছে রহস্যজনক মনে হচ্ছে।
জানাগেছে, রংপুর বিটিসিএলের অধিক্ষেত্রে দশটি জেলা রয়েছে। এই ১০ টি জেলার বিটিসিএল এর যাবতীয় দাপ্তরিক কাজের সমন্বয় হয় জিএম-২ রংপুর অফিস থেকে। জিএম গত ৬ সেপ্টেম্বর থেকে সশরীরে অফিসে উপস্থিত না থাকায় দাপ্তরিক ও কারিগরি কাজে ব্যাঘাত হচ্ছে। অনেক সরকারি কর্মকর্তা এবং গ্রাহক মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ আব্দুল মালেকের সাথে সাক্ষাৎ করতে এসে তাকে না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে বিটিসিএল এর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে একাধিক কর্মকর্তার দাবি করেন। কারিগরি প্রশাসনিক দাপ্তরিক কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি অনেকে চেকের মাধ্যমে সরকারি রাজস্ব জমা করে থাকেন কিন্তু জিএম না থাকায় সমস্যা হচ্ছে। গ্রাহক পর্যায়ে বিল পরিশোধ, বকেয়া উত্তোলন,কারিগরি পর্যায়ে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, কারিগরি ত্রুটির সম্মুখীন হচ্ছেন অনেকেই।
বিটিসিএল সূত্র জানায়, রাজশাহী শালবাগানে নিজ বাসায় বসে ইমেইলের মাধ্যমে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করছেন তিনি। ফলে অফিসিয়াল কর্মকর্তাদের তার ইনস্ট্রাকশন মেইনটেইন করা সম্ভব হচ্ছে না। ফলে অফিসের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ার উপক্রম হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে গত দুই মাসে ৬০ জন বদলি এবং গত এক মাসেই ৪৫ জন বদলি করে এই ১০ জেলার বিটিসিএল এর কর্মকান্ডে ব্যাপক হযবরল অবস্থা তৈরি করে কর্মপরিবেশ নষ্ট করেছে। রংপুর বিটিসিএলের মহাব্যবস্থাপক( জিএম) মোহাম্মদ আব্দুল মালেক বলেন, পারিবারিক কারণে কিছুদিন থেকে অফিসে যেতে পারছিনা। বিষয়টি কর্তপক্ষকে জানিয়েছি।