2:22 pm, Saturday, 23 November 2024

রংপুরে জাপা চেয়ারম্যানের নামে মামলা প্রত্যাহারে আল্টিমেটাম

  • Reporter Name
  • Update Time : 12:24:07 pm, Tuesday, 24 September 2024
  • 7 Time View

স্টাফ রিপোর্টার॥ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে ১৫ দিনের আল্টিমেটামদিয়ে রংপুরে বিক্ষোভ মিছিল, স্বারকলিপি প্রদান ও সমাবেশ কর্মসূচী পালন করেছে জাতীয় পার্টি। সোমবার সকালে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে রংপুর জেলার ৮ উপজেলা, নগরীর ৩৩টি ওয়ার্ডের জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেত হয়। এরপর বিক্ষোভ মিছিলটি দলীয়

কার্যালয় থেকে বের হয়ে পায়রা চত্ত্বর, সিটি বাজার, কাচারী বাজার প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও শ্লোগান দিতে থাকে। এরপর জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা’র নেতৃত্বে মামলা প্রত্যাহারে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনের বটতলায় সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক নাজিমুজ্জামান নাজিম, পীরগাছা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান প্রমুখ।

সমাবেশে জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয়পার্টি একটি শান্তিপূর্ণ দল। আমরা অগ্নিকান্ড, জ¦ালাও-পোড়াও পছন্দ করি না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, এসব মিথ্যা মামলাপ্রত্যাহার করেন। অহেতুক কাউকে হয়রানি করবেন না। এরপরেও যদি জাতীয় পার্টির ওপরে কোনো ধরণের হামলা-মামলা হয় তবে আমরা আর মুখে কথা বলবো না, আমরা রাজপথেই তার প্রমাণ দেব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রংপুরে জাপা চেয়ারম্যানের নামে মামলা প্রত্যাহারে আল্টিমেটাম

Update Time : 12:24:07 pm, Tuesday, 24 September 2024

স্টাফ রিপোর্টার॥ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে ১৫ দিনের আল্টিমেটামদিয়ে রংপুরে বিক্ষোভ মিছিল, স্বারকলিপি প্রদান ও সমাবেশ কর্মসূচী পালন করেছে জাতীয় পার্টি। সোমবার সকালে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে রংপুর জেলার ৮ উপজেলা, নগরীর ৩৩টি ওয়ার্ডের জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেত হয়। এরপর বিক্ষোভ মিছিলটি দলীয়

কার্যালয় থেকে বের হয়ে পায়রা চত্ত্বর, সিটি বাজার, কাচারী বাজার প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও শ্লোগান দিতে থাকে। এরপর জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা’র নেতৃত্বে মামলা প্রত্যাহারে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনের বটতলায় সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক নাজিমুজ্জামান নাজিম, পীরগাছা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান প্রমুখ।

সমাবেশে জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয়পার্টি একটি শান্তিপূর্ণ দল। আমরা অগ্নিকান্ড, জ¦ালাও-পোড়াও পছন্দ করি না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, এসব মিথ্যা মামলাপ্রত্যাহার করেন। অহেতুক কাউকে হয়রানি করবেন না। এরপরেও যদি জাতীয় পার্টির ওপরে কোনো ধরণের হামলা-মামলা হয় তবে আমরা আর মুখে কথা বলবো না, আমরা রাজপথেই তার প্রমাণ দেব।