9:03 pm, Saturday, 26 April 2025

টঙ্গীতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ

  • Reporter Name
  • Update Time : 12:23:22 pm, Monday, 23 September 2024
  • 25 Time View

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে টঙ্গীর খাঁপাড়া এলাকায় স্থানীয় এশিয়া পাম্পের সামনের সড়কে শ্রমিকরা এই বিক্ষোভ করছেন।

এর আগে, ১৭ সেপ্টেম্বর একই দাবিতে  সিজন ড্রেসেস লিমিটেড নামে ওই কারখানার শ্রমিকরা একই স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন।

https://fc2f45e9f0c3a0c9882f20cf302ec960.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html শ্রমিকদের দাবিগুলো হলো– দেড় মাসের বকেয়া বেতন, ফেব্রুয়ারি ও মার্চ মাসের ওভারটাইমের টাকা, তিন বছরের অর্জিত ছুটির টাকা এবং প্রতি মাসের সপ্তম কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন,‘সিজন ড্রেসেস লিমিটেড কারখানার মালিক প্রতি মাসেই শ্রমিকদের বেতন নিয়ে ঝামেলা করেন। এর আগেও কয়েকবার শ্রমিকরা আন্দোলন করে বেতন আদায় করেছেন।’

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, সিজন ড্রেসেস লিমিটেড পোশাক কারখানায় এক হাজার ৬০০ শ্রমিক কাজ করেন। ১৭ সেপ্টেম্বর জুলাই মাসের অর্ধেক এবং আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে কারখানা কর্তৃপক্ষ জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করেন। বাকি অর্ধেক বেতন রবিবার (২২ সেপ্টেম্বর) পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা সারাদিন অপেক্ষা করেন। কিন্তু কর্তৃপক্ষ বেতন দেয়নি। তাই শ্রমিকরা আবারও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। প্রতি মাসেই সঠিক সময়ে বেতন দেয় না কর্তৃপক্ষ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে শ্রমিকরা মহাসড়কের দুদিক থেকে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। গাজীপুর শিল্প ও মহানগর পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মোশারফ হোসেন বলেন, ‘শ্রমিকদের দাবি যৌক্তিক। তারা দেড় মাসের বেতন পাবেন। রবিবার জুলাই মাসের বাকি অর্ধেক বেতন পরিশোধের কথা দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। ওইদিন শ্রমিকেরা বেতনের জন্য সারাদিন কারখানায় বসে অপেক্ষা করলেও মালিক বেতন দেননি। এমনকি তাদের সঙ্গে কোনোরকম যোগাযোগের চেষ্টাও করেননি। শ্রমিকরা বাধ্য হয়েই আজও সড়কে নেমেছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর সিটি বাজারে চলাচলকারী মানুষের দুর্ভোগ

টঙ্গীতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ

Update Time : 12:23:22 pm, Monday, 23 September 2024

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে টঙ্গীর খাঁপাড়া এলাকায় স্থানীয় এশিয়া পাম্পের সামনের সড়কে শ্রমিকরা এই বিক্ষোভ করছেন।

এর আগে, ১৭ সেপ্টেম্বর একই দাবিতে  সিজন ড্রেসেস লিমিটেড নামে ওই কারখানার শ্রমিকরা একই স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন।

https://fc2f45e9f0c3a0c9882f20cf302ec960.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html শ্রমিকদের দাবিগুলো হলো– দেড় মাসের বকেয়া বেতন, ফেব্রুয়ারি ও মার্চ মাসের ওভারটাইমের টাকা, তিন বছরের অর্জিত ছুটির টাকা এবং প্রতি মাসের সপ্তম কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন,‘সিজন ড্রেসেস লিমিটেড কারখানার মালিক প্রতি মাসেই শ্রমিকদের বেতন নিয়ে ঝামেলা করেন। এর আগেও কয়েকবার শ্রমিকরা আন্দোলন করে বেতন আদায় করেছেন।’

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, সিজন ড্রেসেস লিমিটেড পোশাক কারখানায় এক হাজার ৬০০ শ্রমিক কাজ করেন। ১৭ সেপ্টেম্বর জুলাই মাসের অর্ধেক এবং আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে কারখানা কর্তৃপক্ষ জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করেন। বাকি অর্ধেক বেতন রবিবার (২২ সেপ্টেম্বর) পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা সারাদিন অপেক্ষা করেন। কিন্তু কর্তৃপক্ষ বেতন দেয়নি। তাই শ্রমিকরা আবারও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। প্রতি মাসেই সঠিক সময়ে বেতন দেয় না কর্তৃপক্ষ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে শ্রমিকরা মহাসড়কের দুদিক থেকে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। গাজীপুর শিল্প ও মহানগর পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মোশারফ হোসেন বলেন, ‘শ্রমিকদের দাবি যৌক্তিক। তারা দেড় মাসের বেতন পাবেন। রবিবার জুলাই মাসের বাকি অর্ধেক বেতন পরিশোধের কথা দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। ওইদিন শ্রমিকেরা বেতনের জন্য সারাদিন কারখানায় বসে অপেক্ষা করলেও মালিক বেতন দেননি। এমনকি তাদের সঙ্গে কোনোরকম যোগাযোগের চেষ্টাও করেননি। শ্রমিকরা বাধ্য হয়েই আজও সড়কে নেমেছেন।’