স্টাফ রিপোর্টার॥ রংপুর বিভাগের মশাবাহিত রোগ ডেঙ্গু চোখ রাঙ্গাতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় সাত জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদিকে সংশ্লিষ্ট দপ্তরের মশা নিধনে কোন উদ্যোগ দৃশ্যমান হচ্ছে না। তবে স্বাস্থ্য বিভাগ বলছে রংপুরে ডেঙ্গু সংক্রামক তেমন একটা নেই। এ নিয়ে ভয়ের কিছু নেই।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মৃত্যু বরন না করলেও ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পঞ্চগড়ে ৫জন এবং কুড়িগ্রামে ২ জন রয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ৬৩ জন। এর মধ্যে রংপুরে ৮ জন, লালমনিরহাটে ৩ জন, কুড়িগ্রামে ১৪ জন, নীলফামারিতে ৬ জন, দিনাজপুরে ১১ জন এবং পঞ্চগড়ে ১১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, এই অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মশা নিধনের তেমন কোন উদ্যোগ নেই। তারা মশা নিধনের জরুরী পদক্ষেপ দাবি করেন। রংপুর জেলা সিভিল সার্জন ডা, ওয়াজেদ আলী বলেন, রংপুরের তেমন একটা ডেঙ্গুর প্রকোপ নেই। তার পরেও স্বাস্থ্য বিভাগের যাবতীয় প্রস্তুতি রয়েছে। ডেঙ্গু মোকাবেলায় কোন সমস্যা হবে না।