এক্স টিভি বিটা অ্যাপ এবার অ্যান্ড্রয়েড টিভিতেও দেখা যাবে। এক্সের সিইও ইলন মাস্ক জানিয়েছেন, নেটফ্লিক্স এবং অন্যান্য ওটিটি অ্যাপের মতো এখন অ্যান্ড্রয়েড টিভিতেও সাপোর্ট করবে এক্স টিভি। এতে বলা হয়, আপাতত এক্স টিভির বিটা ভার্সন এলজি, অ্যামাজন ফায়ার টিভি এবং গুগল টিভি ডিভাইসে দেখা যাবে। তবে শিগগিরই এটি আরও বিভিন্ন ডিভাইসেও দেখা যাবে। কিন্তু কবে থেকে নতুন ডিভাইসে এটি ব্যবহার করা যাবে তা না জানালেও আগামী কয়েকমাসের মধ্যে বেশিরভাগে ডিভাইসে এটি ব্যবহার করা যাবে। এক্স টিভি অ্যাপে সিনেমা, টিভি শো, ডকুমেন্টারি এবং অরিজিনাল কনটেন্ট দেখা যাবে। এতে এইচডি ও ৪কে রেজুলেশনের কনটেন্ট পাওয়া যাবে। এক টুইট বার্তায় মাস্ক জানিয়েছেন, এক্স টিভির বিটা সংস্করণ চলে এসেছে। অ্যান্ড্রয়েড টিভিতে এখন এটি ব্যবহার করা যাবে। ফলে স্মার্ট টিভিতে কনটেন্ট দেখার আরও একটি বিকল্প পাওয়া যাবে।
4:40 pm, Thursday, 21 November 2024
সংবাদ শিরোনাম :
এক্স টিভি বিটা অ্যাপ এবার অ্যান্ড্রয়েড টিভিতে
- Reporter Name
- Update Time : 07:02:58 am, Thursday, 12 September 2024
- 10 Time View
Tag :
Popular Post