1:42 pm, Thursday, 21 November 2024

আবারও সাকিবের ৫ উইকেট শিকার

  • Reporter Name
  • Update Time : 01:02:03 pm, Thursday, 12 September 2024
  • 13 Time View

আগের দিন ৪ উইকেট শিকার করা সাকিব আল হাসান পূর্ণ করলেন ফাইফার। ফলে সারের জার্সিতে দুই ইনিংস মিলিয়ে সাকিব একাই শিকার করেন মোট ৯ উইকেট। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেবল এক ম্যাচ খেলতে গিয়েই সাকিবের বাজিমাত। স্বীকৃত ক্রিকেটে এটি সাকিবের ৩৫তম ফাইফার। সারের জার্সিতে অভিষেক ম্যাচে সাকিব বল হাতে নিজের সেরাটা দিয়েছেন। প্রথম ইনিংসে ৩৩.৫ ওভারে ৯৭ রান খরচায় দখলে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে করেন ২৯.৩ ওভার, ৯৬ রান খরচ করে এবার উইকেট নিয়েছেন পাঁচটি। ফলে এক ম্যাচে সাকিবের শিকার মোট ৯ উইকেট। সাকিবের স্পিন ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে পরপর দুই ইনিংসে গুটিয়ে যায় সমারসেট। ব্যক্তিগত ৪৬ রানে থাকা টম ব্যান্টনকে বোল্ড করে পঞ্চম উইকেট দখলে নেন সাকিব আল হাসান। আগেরদিনই অবশ্য নামের পাশে লিখে রাখেন ৪ উইকেট। সমারসেটের অলআউট হতে বাকি ১ উইকেট। সাকিবের ফাইফার পূর্ণ করতেও লাগতো ১ উইকেট। এই সমীকরণ মেলাতে ভুল করেননি দেশের এই তারকা। দ্বিতীয় ইনিংসে একে একে সাকিবের শিকার সমারসেটের ওপেনার আর্চি ভন, এরপর টম অ্যাবেল, অধিনায়ক লুইস গ্রেগরি, জেমস রিউ। টম ব্যান্টনকে ফিরিয়ে দেখা পান মাইলফলকের। সাকিবের স্পিন বিষে নীল হয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে সমারসেট ২২৪ রানে অলআউট। জয়ের জন্য সারের প্রয়োজন ২২১ রান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মমতাজ শিরীন ভরসার শোক প্রকাশ

আবারও সাকিবের ৫ উইকেট শিকার

Update Time : 01:02:03 pm, Thursday, 12 September 2024

আগের দিন ৪ উইকেট শিকার করা সাকিব আল হাসান পূর্ণ করলেন ফাইফার। ফলে সারের জার্সিতে দুই ইনিংস মিলিয়ে সাকিব একাই শিকার করেন মোট ৯ উইকেট। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেবল এক ম্যাচ খেলতে গিয়েই সাকিবের বাজিমাত। স্বীকৃত ক্রিকেটে এটি সাকিবের ৩৫তম ফাইফার। সারের জার্সিতে অভিষেক ম্যাচে সাকিব বল হাতে নিজের সেরাটা দিয়েছেন। প্রথম ইনিংসে ৩৩.৫ ওভারে ৯৭ রান খরচায় দখলে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে করেন ২৯.৩ ওভার, ৯৬ রান খরচ করে এবার উইকেট নিয়েছেন পাঁচটি। ফলে এক ম্যাচে সাকিবের শিকার মোট ৯ উইকেট। সাকিবের স্পিন ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে পরপর দুই ইনিংসে গুটিয়ে যায় সমারসেট। ব্যক্তিগত ৪৬ রানে থাকা টম ব্যান্টনকে বোল্ড করে পঞ্চম উইকেট দখলে নেন সাকিব আল হাসান। আগেরদিনই অবশ্য নামের পাশে লিখে রাখেন ৪ উইকেট। সমারসেটের অলআউট হতে বাকি ১ উইকেট। সাকিবের ফাইফার পূর্ণ করতেও লাগতো ১ উইকেট। এই সমীকরণ মেলাতে ভুল করেননি দেশের এই তারকা। দ্বিতীয় ইনিংসে একে একে সাকিবের শিকার সমারসেটের ওপেনার আর্চি ভন, এরপর টম অ্যাবেল, অধিনায়ক লুইস গ্রেগরি, জেমস রিউ। টম ব্যান্টনকে ফিরিয়ে দেখা পান মাইলফলকের। সাকিবের স্পিন বিষে নীল হয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে সমারসেট ২২৪ রানে অলআউট। জয়ের জন্য সারের প্রয়োজন ২২১ রান।