আন্তর্জাতিক: কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর প্রতিবাদে আবারও ‘রাত দখল’ ও ‘ভোর দখল’র ডাক দেয়া হয়েছে। কলকাতা শহরসহ জেলাগুলোতে ৮ সেপ্টেম্বর রোববার রাত দখলের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন।
একই সঙ্গে শিলিগুড়িতে সোমবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর ভোর দখলের ডাক দেওয়া হয়েছে। ভোর ৪টা ১০ মিনিট থেকে ৬টা পর্যন্ত শিলিগুড়ির রাস্তায় মঙ্গল প্রার্থনা ও শপথবাক্য পাঠের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
৯ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। এর আগে নির্যাতিতার বিচার চেয়ে আবারও পথে সমাজের একটা বড় অংশ। শাসকের ঘুম ভাঙাতে ‘নতুন গানের ভোর’ দিকে দিকে স্লোগান তুলে রাত দখলের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন।
আগামী ৮ সেপ্টেম্বর রাতে কলকাতা শহর ছাড়াও জেলাগুলোতে রাত দখল, মানববন্ধন, পথনাটিকা, নাচ-গানে আরজি কর কান্ডের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন। এছাড়া ৯ সেপ্টেম্বর শিলিগুড়িতে হবে ভোর দখল। ভোর ৪.১০ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত শিলিগুড়িতে ‘ভোর দখলের’ ডাক দেওয়া হয়েছে।
আগামী ৯ সেপ্টেম্বর আরজি করের ঘটনার এক মাস পেরোবে। সেই দিনই ভোর ৪.১০ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত শিলিগুড়ির রাস্তায় মঙ্গল প্রার্থনা ও শপথবাক্য পাঠের ডাক দেওয়া হয়েছে।
শিলিগুড়ির বাসিন্দা টেবল টেনিস তারকা অর্জুন মান্তু ঘোষ, সমাজসেবী ও শিক্ষিকা সুনন্দা সরকার ও পৌলমী চাকি নন্দীরা জানান, আরজি করকাণ্ডে নির্যাতিতা এখনো বিচার পায়নি। দ্রুতই যাতে এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হয় এই দাবিতে তারা পথে নামবেন। শুধু শিলিগুড়ি নয়, অন্যান্য জায়গাতেও একইভাবে সবাইকে পথে নামার ডাক দিয়েছেন তারা।