পীরগাছা (রংপুর) প্রতিনিধি॥ গতকাল শনিবার দৈনিক যুগের আলোতে “পীরগাছার সীমান্তে সালমান এফ রহমানের ১০ হাজার কোটি টাকার সম্পদ, ১৬’শ একর জমিতে নির্মাণ তিস্তা সোলার পাওয়ার নিয়ে যত কথা” শিরোনামের সংবাদ প্রকাশের পর ফুঁসে উঠেছে পীরগাছা ও সুন্দরগঞ্জের মুক্তিকামি জনতা। শনিবার দুপুরে তারা ওই প্রকল্পের স্বচ্ছতা জবাবদিহিতা ও সালমান এফ রহমান এবং টিপু মুন্সির বিচার দাবিতে মুক্তিকামি জনতার ব্যানারে সাত দফা দাবিতে মানববন্ধন করে পীরগাছা উপজেলার কয়েকশ ছাত্র-জনতা। এছাড়াও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ‘লং মার্চ টু তিস্তা’ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারদিন এহসান মাহিম, বিএনপি নেতা শরীফুল ইসলাম ডালেস, সংগীতশিল্পী ইরতিয়াজ আহমেদ রতন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে ৭ দফা দাবি তুলে ধরে বলেন, ক্ষুধা, বন্যা ও মঙ্গা প্রতিরোধে তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন, বেক্সিমকোর মালিকানাধীন তিস্তা সোলার পাওয়ার লিমিটেডের স্বচ্ছতা নিরুপণে রাষ্ট্রীয় তদারকি, প্রকল্পের জমি অধিগ্রহণে অস্ত্রের মুখে জিম্মি করে দখলকৃত এবং অবমূল্যায়িত নদী বিধৌত জমির মালিকদের ন্যায্য অধিকার দ্রুত বাস্তবায়ন, জমি দখলকল্পে যে লুটের ঘটনা ঘটেছে তাতে লুটেরা সালমান এফ রহমানসহ জড়িত সকলের কঠোর শাস্তি নিশ্চিত করে মজলুমদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করা, কোম্পানির উৎপাদিত বিদ্যুৎ এর সঠিক ব্যবস্থাপনা ও স্থানীয় বিদ্যুতের চাহিদা পূরণ পরবর্তী সুষ্ঠু বন্টণের ব্যবস্থা নিশ্চিতে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ, অধিকতর বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে তিস্তা অববাহিকায় নদী বান্ধব শিল্পের বিকাশের মাধ্যমে প্রশিক্ষিত কর্মীদের কর্মসংস্থান সৃষ্টিতে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, লুটেরাদের অবৈধ সম্পদের উৎস নিরুপণে রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিতকরনে মহামান্য আদালতের হস্তক্ষেপ কামনা।
উল্লেখ্য, পীরগাছা-সুন্দরগঞ্জ উপজেলার লাটশালার চরের সাড়ে ১৬’শ একর জমিতে গড়ে উঠেছে এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র। তিস্তা সোলার পাওয়ার লিমিটেড। গত বছর ২রা আগস্ট দুইশ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।