11:36 pm, Tuesday, 3 December 2024

প্রকৃতিতে শামুখ খোল পাখি মুগ্ধতা ছড়াচ্ছে

  • Reporter Name
  • Update Time : 12:25:14 pm, Saturday, 7 September 2024
  • 19 Time View

খোল পাখি

স্টাফ রিপোর্টার: প্রকৃতিতে  এখন শরতকাল। শরতকালে প্রকুতিতে শামুখ খোল পাখি মুগ্ধতা ছড়াচ্ছে।  এটি  ভিন দেশ থেকে আসা পরিযায়ী পাখি নয়। দেশিও পাখির পর্যায়ে পড়ে এই পাখি।

 পাখিটি সম্পর্কে জানাগেছে,শামুকখোল আকারে বড়  জলচর পাখি। এর দৈর্ঘ্য কমবেশি ৮১ সেন্টিমিটার হতে পারে।  ডানা ৪০ সেন্টিমিটার, ঠোঁট ১৫.৫ সেন্টিমিটার, লেজ ২০ সেন্টিমিটার ও পা ১৪.৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।  প্রজননকালে প্রাপ্ত বয়স্ক পাখির দেহ একদম সাদা দেখায়। কাঁধ-ঢাকনি, ডানার প্রান্ত-পালক, মধ্য পালক ও লেজ সবুজাভ কালো। লম্বা ভারি ঠোঁট কালচে-লাল থেকে সবজে-শিঙ রঙের। দু’ঠোঁটের মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা থাকে। নিচের ঠোঁট মাঝখানে বেশি বাঁকা হয়ে উপরের ঠোঁটের ডগার সাথে মিলে এ ফাঁকের সৃষ্টি হয়েছে।  শামুক-ঝিনুক ধরার সুবিধার্থে এমনটি হয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। চোখ সাদা, ধূসর বা হলদে-বাদামি। চোখের চারদিকের চামড়া পালকহীন। পা লম্বা ও পায়ের পাতা অনুজ্জ্বল মেটে রঙের। প্রজনন মৌসুম ছাড়াও  প্রাপ্তবয়স্ক পাখির দেহ ধূসরাভ সাদা এবং পা অনুজ্জ্বল পাটকিলে বর্ণ ধারণ করে। পুরুষ ও স্ত্রী পাখির চেহারা একই রকম, কোন যৌন দ্বিরূপতা নেই। অপ্রাপ্তবয়স্ক পাখির দেহ ধোঁয়াটে-বাদামি। কাঁধ ঢাকনি কালচে বাদামি। পা অনুজ্জ্বল এবং দু’ঠোঁটের মাঝখানের ফাঁক কম বা অনুপস্থিত। একেবারে ছোট ছানার ঠোঁটে কোন ফাঁক থাকে না।

 সম্প্রতি রংপুর নগরীর অদূরে নব্দীগঞ্জ এলাকা থেকে এই পাখির ছবি তুুলেছেন বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়য়ের বাংলা বিভাগের শিক্ষক সৌখিন আলোক চিত্রী ড. তুহিন ওয়াদুদ। তিনি বলেন,শামুকখোল হাওর, বিল, মিঠাপানির জলা, হ্রদ, ধানক্ষেত, উপকূলীয় প্যারাবন ও নদীর পাড়ে বিচরণ করে। সচরাচর ছোট ঝাঁকে থাকে। বড় কলোনিতে রাত কাটায় ও প্রজনন করে। খাবারের অভাব না হলে এরা সাধারণত এক জায়গা থেকে নড়ে না। কমবয়সী শামুকখোলেরা উড়তে শেখার পর বিশাল অঞ্চল পরিভ্রমণ করতে পারে। এরা বিশেষ কৌশলে ধীরে ধীরে চক্রাকারে আকাশের উঁচুতে উঠে যায় আর দল বেঁধে ঘুরতে  পছন্দ করে। এটি পরিযায়ী পাখি নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস

প্রকৃতিতে শামুখ খোল পাখি মুগ্ধতা ছড়াচ্ছে

Update Time : 12:25:14 pm, Saturday, 7 September 2024

স্টাফ রিপোর্টার: প্রকৃতিতে  এখন শরতকাল। শরতকালে প্রকুতিতে শামুখ খোল পাখি মুগ্ধতা ছড়াচ্ছে।  এটি  ভিন দেশ থেকে আসা পরিযায়ী পাখি নয়। দেশিও পাখির পর্যায়ে পড়ে এই পাখি।

 পাখিটি সম্পর্কে জানাগেছে,শামুকখোল আকারে বড়  জলচর পাখি। এর দৈর্ঘ্য কমবেশি ৮১ সেন্টিমিটার হতে পারে।  ডানা ৪০ সেন্টিমিটার, ঠোঁট ১৫.৫ সেন্টিমিটার, লেজ ২০ সেন্টিমিটার ও পা ১৪.৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।  প্রজননকালে প্রাপ্ত বয়স্ক পাখির দেহ একদম সাদা দেখায়। কাঁধ-ঢাকনি, ডানার প্রান্ত-পালক, মধ্য পালক ও লেজ সবুজাভ কালো। লম্বা ভারি ঠোঁট কালচে-লাল থেকে সবজে-শিঙ রঙের। দু’ঠোঁটের মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা থাকে। নিচের ঠোঁট মাঝখানে বেশি বাঁকা হয়ে উপরের ঠোঁটের ডগার সাথে মিলে এ ফাঁকের সৃষ্টি হয়েছে।  শামুক-ঝিনুক ধরার সুবিধার্থে এমনটি হয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। চোখ সাদা, ধূসর বা হলদে-বাদামি। চোখের চারদিকের চামড়া পালকহীন। পা লম্বা ও পায়ের পাতা অনুজ্জ্বল মেটে রঙের। প্রজনন মৌসুম ছাড়াও  প্রাপ্তবয়স্ক পাখির দেহ ধূসরাভ সাদা এবং পা অনুজ্জ্বল পাটকিলে বর্ণ ধারণ করে। পুরুষ ও স্ত্রী পাখির চেহারা একই রকম, কোন যৌন দ্বিরূপতা নেই। অপ্রাপ্তবয়স্ক পাখির দেহ ধোঁয়াটে-বাদামি। কাঁধ ঢাকনি কালচে বাদামি। পা অনুজ্জ্বল এবং দু’ঠোঁটের মাঝখানের ফাঁক কম বা অনুপস্থিত। একেবারে ছোট ছানার ঠোঁটে কোন ফাঁক থাকে না।

 সম্প্রতি রংপুর নগরীর অদূরে নব্দীগঞ্জ এলাকা থেকে এই পাখির ছবি তুুলেছেন বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়য়ের বাংলা বিভাগের শিক্ষক সৌখিন আলোক চিত্রী ড. তুহিন ওয়াদুদ। তিনি বলেন,শামুকখোল হাওর, বিল, মিঠাপানির জলা, হ্রদ, ধানক্ষেত, উপকূলীয় প্যারাবন ও নদীর পাড়ে বিচরণ করে। সচরাচর ছোট ঝাঁকে থাকে। বড় কলোনিতে রাত কাটায় ও প্রজনন করে। খাবারের অভাব না হলে এরা সাধারণত এক জায়গা থেকে নড়ে না। কমবয়সী শামুকখোলেরা উড়তে শেখার পর বিশাল অঞ্চল পরিভ্রমণ করতে পারে। এরা বিশেষ কৌশলে ধীরে ধীরে চক্রাকারে আকাশের উঁচুতে উঠে যায় আর দল বেঁধে ঘুরতে  পছন্দ করে। এটি পরিযায়ী পাখি নয়।