বহুআগে সান্ত্বনার ভাষাগুলো আজ নির্বাসনে চলে গেছে আর
অশ্রুসিক্ত জোড়া চোখ খুঁজে ফিরে আশ্রয়।
এমন বিমর্ষতাপূর্ণ বাতাসে শ্বাস নিতে আজ ভীষণ কষ্ট হচ্ছে!
সূর্যটা আগুনের গোলার মতো জ্বলছে মধ্য আকাশে ।
ওর ঐ জেদী রূপটা ধরণীর বুকে সবুজ ত্রাহি ত্রাহি হাহাকার নিয়ে
পরিত্রাণের অপেক্ষায় আছে,রোদের তাপে চোখ জ্বালা করে ।
বাগানের হাসনেহেনা গাছের কচি পাতারা নূয়ে পড়েছে কঠিন এই তাপদাহে।
মধ্যদুপুরে প্রখরতা বেড়েই চলে ,উতপ্ত মাটিতে পা রাখতে ইচ্ছে হল।
ধুলোর ধোঁয়াটে বাতাস আর শুকনো মাটির গন্ধ টের পাই।
জীবনের পথচলায় নিজেকে বিপদাপন্ন হতে দেখেছি অনেকবার
তবু অজানার ইশারায় আবার ফিরে পাই স্বস্তির ছোঁয়া।
বুঝতে দিতে চাইনি বলে এককী নিশ্চুপ থেকেছি বহু সায়ান্নে।
অবলীলায় চেপে গেছি স্বার্থের বেড়াজালে জড়ানো সন্ধ্যের সময়টাতে।
মনের অযাচিত অভাবের নিদারুণ খরা প্রশমণে
হাতড়ে চলা প্রহর চাঁদের আলোর পারিতোষিক নিয়ে
কেটেছে অগনিত পূর্ণীমা রাত।
তবু ও দিনের শুরুতে ভোরের হাতছানিতে
ঠোঁটের কোণে হাসি নিয়েই বলেছি,
সব মিলিয়ে ভালোই আছি !
সিত্তুল মুনা সিদ্দিকা
সহকারী প্রধান শিক্ষক
বেপজা পাবলিক স্কুল ও কলেজ,
ইপিজেড,চট্রগ্রাম।