ডেস্ক রিপোর্টঃ শাকিব খানের ভবনের ইট-বালু গুড়িয়ে দিল আদালত। নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ১০ লাখ টাকা জরিমানার পর এবার নির্মাণাধীন ভবনের সামনে ইট, বালু রাখায় সেগুলো গুড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বায়ু দুষণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদলতের অভিযান চলাকালে নিকেতন এলাকার ই ব্লকের ৬ নম্বর রোডের ১ নম্বর হোল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নির্মাণাধীন ওই ভবনটি চিত্রনায়ক শাকিব খানের।
নিকেতন এলাকায় নির্মাণাধীন সামগ্রী রাখায় পরিবেশ-বায়ু দূষণ হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহীদ হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
মীর নাহীদ হাসান রাইজিংবিডিকে বলেন, ভ্রাম্যমাণ আদালত ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন ঠিকাদারসহ মোট চারজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে।
শাকিব খানের ওই ভবনের কেয়ারটেকার মনির হোসেন সাংবাদিকদের বলেন, মালামাল ভেতরে ঢোকানোর সুযোগ না দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত ১৮ নভেম্বর নিকেতনের ওই নির্মাণাধীন ভবনটিতে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।