ইমরোজ হোসন ইমু ঃ ১লা বৈশাখে কঠোর নিরাপত্তা প্রদান উপলক্ষে রংপুর র্যাব-১৩ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে রংপুর র্যাব-১৩ এর আয়োজনে রংপুর প্রেসক্লাব চত্বরে বাঙ্গালীর উৎসব ১লা বৈশাখ রংপুরে সুষ্ঠভাবে পালনের লক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর র্যাব-১৩ এর অধিনায়ক মোজম্মেল হক পিপিএম (বার)। তিনি বলেন, রংপুরে বাঙ্গালীর উৎসব ১লা বৈশাখের দিনে কোন ধরনের সহিংসতা, নাসকতা, অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে। রংপুরবাসী আনন্দ উল্যাশের মধ্যদিয়ে বাংলার নতুন বছর ১৪২৬কে বরণ উপলক্ষে ১লা বৈশাখ উদযাপন করতে পরে সেজন্য রংপুরের সাধারন মানুষের নিরাপত্তর জন্য ১লা বৈশাখের দিনে সর্বক্ষন র্যাব-১৩ এর সদস্যরা রংপুরের বিভিন্ন স্থানে, বিভিন্ন পয়েন্টে কঠোর নিরাপত্তা প্রদান করবে।