স্টাফ রিপোর্টার: রংপুর বিভাগের আট জেলায় আরও নতুন করে ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রংপুর বিভাগে সর্বমোট ৩৪ জন করোনায় আক্রান্ত হলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায়।
মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৫ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এর মধ্যে দিনাজপুরে ৭ জন, গাইবান্ধায় ৪ জন, নীলফামারীতে ২ জন, কুড়িগ্রাম ও লালমনিরহাটে ১ জন করে রয়েছেন।
এর আগে গত কয়েকদিনে এই বিভাগে আরও ১৯ জনকে করোনায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়।
এ নিয়ে বিভাগের গাইবান্ধায় ১২ জন, দিনাজপুরে ৭ জন, নীলফামারীতে ৬ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন, রংপুরে ২ জন, লালমনিরহাটে ২ জন এবং কুড়িগ্রামে ২ জনসহ মোট ৩৪ জন করোনায় আক্রান্ত হলেন।
আরও পড়ুন