স্টাফ রিপোর্টার:গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেলে ১৮৮ টি নমুনা পরীক্ষা করে আরও ১৯ জনের করোনা সনাক্ত হয়েছে।
রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে, রংপুরে – ০৯ জন (সদর-৫, তারাগঞ্জ -৩, বদরগঞ্জ-১), দিনাজপুরের হাকিমপুরে ১ জন, ঠাকুরগাঁও – ০৭ জন (পীরগবঞ্জ ২ জন, বালিয়াডাংগী ১ জন, হরিপুর ৪ জন) এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ- ০২ জন। এর মধ্যে একজন ইন্টার্নসহ দুজন চিকিৎসক পজিটিভ হয়েছেন।
বিভাগের আট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৫ জনে।
আক্রান্তদের মধ্যে মধ্যে রংপুরে ৩০, গাইবান্ধায় ১৬, দিনাজপুরে ১৫, নীলফামারীতে ১১, ঠাকুরগাঁওয়ে ১৬, কুড়িগ্রামে ৯, লালমনিরহাটে ২ এবং পঞ্চগড় জেলার ৬ জন রয়েছেন।
আরও পড়ুন