মানবতার বন্ধনে রংপুর আয়োজিত পরশুরাম থানা জলছত্র হাফিজিয়া মাদ্রাসায় শীতবস্ত্র বিতরন করেন মানবতার বন্ধনে রংপুরের প্রধান উপদেষ্টা এবং আরপিএমপি পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুত্তাকী ইবনু মিনান ডিসি (ক্রাইম), আল ইমরান-এসি (স্টাফ অফিসার), আলতাফ হোসেন-এসি (ডিবি), জিন্নাহ আল মামুনম-এসি (পরশুরাম), জমির উদ্দীন-এসি (কোতয়ালী) কমিউনিটি পুলিশিং কোতয়ালী থানা কমিটির সদস্য সচিব আব্দুল কাদের দিদার,, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ আরআই (পুলিশ লাইন্স, আরপিএমপি) অন্যান্য সদস্যবৃন্দ ।