এফএনএসন বিনোদন: ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিলো কারিনা কাপুর খানের। এ ছবির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে অনেক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তিনি। পরবর্তীতে সাইফ আলী খানকে বিয়ে ও তৈমুরের জন্মের পর বড় একটি বিরতি অভিনয় থেকে নিয়েছিলেন কারিনা। তবে এরইমধ্যে অভিনয়ে নিয়মিত হয়েছেন তিনি।
এবার যে কাজটি কখনও করেননি তাই করবেন কারিনা। কিন্তু সেটি কি? টেলিভিশনে অভিষেক হচ্ছে তার। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ নামের একটি রিয়ালিটি শো এর বিচারকের ভূমিকায় দেখা যাবে কারিনাকে।
আর এই শো এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে টেলিভিশন অভিনেতা ধীরজ ধোপারকে। এদিকে টেলিভিশনে নিজের এই অভিষেক নিয়ে সরাসরি তেমন কথা না বললেও কারিনা সম্প্রতি মিডিয়াকে জানিয়েছেন, আমি বিষয়টি এখনই পরিস্কার করতে চাই না। সারপ্রাইজ হিসেবে রাখতে চাই। তবে এতটুকু বলতে পারি খুব ভালো কিছু হতে চলেছে। এটা আমার জন্যও নতুন অভিজ্ঞতা। আশা করছি দর্শক খুব উপভোগ করবেন।