স্টাফ রিপোর্টার:প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন ৬৪১ জন আক্রান্ত হয়েছে। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ৭ হাজার ১০৩ জন।
গত ২৪ ঘণ্টায় ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ১৬৩ জন।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী।
আরও পড়ুন