জন্মভূমির মায়া
জাহিদ হাসান রানা
ভালোবাসি জন্ম থেকে আজো ভালোবাসি,
গভীর ঘুমে মগ্ন থাকলেও স্বপ্নে ফিরে আসি।
জানতে চাও? ভালোবাসি কাকে? ফিরে আসি কোথায়?
মনে হয় বুঝে গেছো জন্মভূমি যেথায়।
জন্মভূমি ছেড়ে যে প্রবাস জীবন কাটিয়ে চলেছে,
সেই জানে কত কষ্ট আর কে বুঝেছে।
অনুভব করো একবার জন্মভূমির মায়া,
যেখানেই থাকো এখানেই থাকবে তোমার ছায়া।
নিজ বাড়ি থেকে যদি বেড়াতে যাও ভাই,
বলবে শুধু একটা কথা বাড়ি যেতে চাই।
আবদ্ধ হয়ে আছো তুমি গভির ভালোবাসায়,
কারো সাদ্ধ নাই যে এখান থেকে মুক্ত করবে তোমায়।
যতই বাধা আসুক তবু থাকবে সম্মানে,
জন্মভূমি আমার ভালোবাসায় থাকবে সেই টানে।