এফএনএস বিনোদন: চ্যানেল আইতে আসছে জনপ্রিয় টার্কিশ ইসলামিক ধারাবাহিক ‘ইউনুস’। পবিত্র রমজান মাস উপলক্ষে ২০শে এপ্রিল থেকে এটির প্রচার শুরু হবে। ধারাবাহিকটি প্রচার হবে প্রতি শুক্র থেকে সোমবার রাত ১১টা ৩০ মিনিটে এবং পুনঃপ্রচার হবে প্রতি শনি থেকে মঙ্গলবার বেলা ১২টা ৫ মিনিটে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ধারাবাহিকটি। একজন বান্দার মহান আল্লাহর পথে নিজেকে নিবেদনের কাহিনি নিয়ে এগিয়ে যায় ধারাবাহিকটির গল্প।