গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন। এত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা নিরাঞ্জন কুমার সরকার ও সাবেক অফিস সহকারী এস আলহাজ শাহজাহান সরদার প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।