স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ওষুধের ফার্মেসি রয়েছে আর্থ কিশোরের। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও জড়িত তিনি।
দোকানে ক্রেতাদের সংস্পর্শে আসায় কোনো না কোনোভাবে করোনা আক্রান্ত হন তিনি। চিকিৎসাধীন ছিলেন কুর্মিটোলা হাসপাতালে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি। হাসপাতালে ১৭ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হলে এদিন তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
সুস্থ হয়ে বাড়ি ফিরে আর্থ কিশোর তার ফেসবুকে করোনা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।
করোনা থেকে মুক্তির উপায় হিসেবে ওই পোস্টে তিনি লেখেন- করোনা হলে কী করবো না ভেবে, কী করলে করোনা হবে না সেটা ভাবুন।
ভয় পাওয়ার সময় শেষ, এবার মনকে শক্ত করে সোজা হয়ে বসুন। যদি প্রতিদিন কিছুক্ষণ পর পর গরম পানি পান করেন ও গরম পানি লবণ দিয়ে গার্গল করেন তাহলে করোনার হাত থেকে বাঁচতে পারবেন।

রোজ একাধিকবার আদা, রসুন, কালজিরা, মধু, লঙ, এলাচ একসাথে জাল দিয়ে বাস্প নিলে এবং খেলে করোনার হাত থেকে বাঁচতে পারবেন।
যদি ভিটামিন সি ও পুষ্টিকর খাবার খেতে পারেন তাহলে করোনা থেকে বাঁচতে পারবেন। আমি এভাবেই সুস্থ হয়ে উঠেছি।
গত ১২ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন আর্থ কিশোর। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সহযোগিতায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, আর্থ কিশোর ভৈরবে করোনায় আক্রান্ত দ্বিতীয় রোগী। তার সুস্থ হওয়ার খবরে আমরা খুশি হয়েছি।
প্রসঙ্গত, একই হাসপাতালে চিকিৎসা নিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) সুস্থ হয়ে বাড়ি ফেরেন ভৈরবের প্রথম করোনা আক্রান্ত পুলিশের এসআই মো. চাঁন মিয়া।
আরও পড়ুন