ছন্দ ভাবে সৌদ্যর্যে
কবিতা।
প্রতিটি লাইনের মাঝে,
প্রকাশিত এই মর্ম।
তৈরি হয় তাহারই মাঝে
যে কিনা বোঝে
ভালোবাসার বেদনা
যে কিনা বোঝে প্রকৃতির
কথা,আশা আর সৌদ্যর্য।
যে কিনা বোঝে
নদীর স্রোতের জল রাশি
এই পূথীবির বস্তুত আর
মানবের সৃষ্টি এই দুনিয়।
এই নিয়ে তৈরি হয় কবির
কবিতা।
সূষ্টি,ভাব,আর এই সৌর্দার্য
আমার এই কবিতা
কবি কবি আর কবি
ভালোবাসার বেদনার এই
কবি।
প্রতিটি লাইনের মিলন এই
কবি।
এসকেএইচ সৌরভ হালদার
শোভনা,ডুমুরিয়া,খুলনা