উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ বিষয়ক মাঠ দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার থেতরাই ইউনিয়নের দূর্গম চর দড়ি কিশোরপুর গ্রামে কুড়িগ্রাম খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ড. মোস্তাফিজুর রহমান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ জিলুফা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, উপ-পরিচালক (শস্য) জাহেদুল হক চৌধুরী, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াকুব আলী সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আহসান হাবীব রানা, থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার প্রমূখ। এসময় চরাঞ্চলের শতাধিক কৃষাণ-কৃষাণি উপস্থিত ছিলেন।